North 24 Parganas News: শুধু ঘরকন্না নয়, সীমান্তে মহিলাদের ব্যবসা করায় উৎসাহ দিচ্ছে প্রশাসন
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
Last Updated:
স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা হস্ত ও কুটির শিল্প, ছাগল পালন সহ একাধিক মাধ্যমে নিজেদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষে প্রশাসনের উদ্যোগে জোর দেওয়া হচ্ছে।
বসিরহাট: শুধু ঘরকন্না নয়, সীমান্তের মহিলাদের ব্যবসার জন্য উদ্যোগী প্রশাসন। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মহিলাদের স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে স্বনির্ভর করে গড়ে তুলতে একাধিক স্বনির্ভর গোষ্ঠীকে সাহায্য জেলা প্রশাসনের। ‘গ্রামের স্বপ্ন’ নিয়ে পানিতর পঞ্চায়েতের বিভিন্ন মহিলাদের এক জায়গায় করে স্বনির্ভর গোষ্ঠী করার কাজ শুরু হল।
আরও পড়ুন: বরণডালা থেকে গাছকৌটো, বিয়ের উপকরণও এখন কাস্টমাইজ, জানুন কোথায় পাবেন
তবে সীমান্তের পিছিয়ে পড়া মহিলাদের শুধু মাত্র ঘরে বসে রান্না নয়, এবার নিজেরা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে নিজেরা ব্যবসা করে স্বনির্ভর হতে পারবে। বসিরহাট-১ নম্বর ব্লকের পানিতর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রামের স্বপ্ন নিয়ে কয়েকটি গ্রামের কয়েক’শ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে কাজের এলাকায় কাজের ভিত্তিতে পুরষ্কার প্রদান করা হয়। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা হস্ত ও কুটির শিল্প, ছাগল পালন সহ একাধিক মাধ্যমে নিজেদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষে প্রশাসনের উদ্যোগে জোর দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন: শীতে ছাদ বাগানের শোভা বাড়াতে ডায়ান্থাস ফুলের পরিচর্যা করুন এইভাবে
বসিরহাট-১ নম্বর ব্লকের পানিতর গ্রাম পঞ্চায়েত মূলত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হওয়ায় সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিশেষ প্রশিক্ষণ ও সচেতনতার মাধ্যমে নারী পাচার ও বাল্য বিবাহ রোধের পাঠ দেওয়া হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় নারী পাচার রোধ ও বাল্যবিবাহ রোধের জন্য মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী এলাকায় প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এবছরে প্রায় ২০০০ টি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে। যার প্রতিনিয়ত সংখ্যা বেড়েই চলেছে।
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 14, 2023 5:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: শুধু ঘরকন্না নয়, সীমান্তে মহিলাদের ব্যবসা করায় উৎসাহ দিচ্ছে প্রশাসন