'স্বর্গের সিঁড়ি'! উপরে পৌঁছলেই বিরাট 'সারপ্রাইজ'! ঘরের কাছেই এই 'চাঁদের পাহাড়'! ঘুরে আসুন টুক করে

Last Updated:

বাঁকুড়া থেকে অমরকানন যাওয়ার পথে একটা ছোট্ট সেতু পার করে এক কিলোমিটার এলেই চোখে পড়বে এই 'চাঁদের পাহাড়'!

+
স্বর্গের

স্বর্গের সিঁড়ি

বাঁকুড়া: শীত সবে পড়েছে ভাল করে। দেখতে দেখতে পেরিয়ে যাবে শীতকাল। তাই দেরি না করে শীতের মিষ্টি দুপুরে ঘুরে আসুন এই মায়াবী এক সুন্দর জায়গা থেকে। বাঁকুড়ায় রয়েছে এমন নয়নাভিরাম একটি পাহাড়, যেখানে গেলে মনে পড়ে যাবে স্বর্গের সিঁড়ি এবং বিভূতিভূষণের চাঁদের পাহাড়ের কথা। আর মাত্র এক থেকে দেড় মাস, তারপরই চিরপরিচিত উষ্ণ দাবদাহে ঝলসে যাবে বাঁকুড়া জেলা। তার মধ্যেই এখনও যেটুকু আবহাওয়ার শীতলতা বাকি আছে তা উপভোগ করতে একদিন ঢুঁ মেরে আসতে পারেন তপোবন পাহাড়।
আরও পড়ুন- ‘এই নাও ১০ লাখ টাকা, আমি আমার ‘ভালবাসা’র কাছে চললাম!’ বিয়ের মণ্ডপে এসে যা করলেন বর…ভাবতেও পারছেন না!
বাঁকুড়া থেকে অমরকানন যাওয়ার পথে একটা ছোট্ট সেতু পার করে এক কিলোমিটারের মত এলেই চোখে পড়বে এক মস্ত হোডিং। আর তাতে লেখা রয়েছে মহিমানন্দ তপোবন আশ্রম। ফলকের পাশের রাস্তাটি অনুসরণ করে চলে এলেই পৌঁছে যাবেন তপবন শাখা উত্তম আশ্রম। বাঁকুড়া জেলার গঙ্গজলঘাটি থানার অন্তর্গত কাপিস্টা গ্রামে অবস্থিত এই তপোবন পাহাড় যার জনপ্রিয় নাম কোরো পাহাড়। যে পাহাড়ের গলায় স্বর্ণহারের মত অবস্থান করেছে এই উত্তম আশ্রম। গাছ গাছালিতে ভরা পাখির কলতনে মুখরিত এক অদ্ভুত জায়গা যেখানে গেলে হারিয়ে যেতে পারেন আপনি।
advertisement
আরও পড়ুন- সস্তার এই ‘পাতা’র হাজার গুণ! মোমের মতো চর্বি গলে, পালায় ক্যানসার! দূরে থাকে ‘স্ট্রেস’
উত্তম আশ্রম পিছনে ফেলে পাহাড়ের উপর দিকে উঠে এলে দেখা মিলবে এক সারি সিঁড়ি। নিচের থেকে উপরে তাকালে মনে হয় যেন আকাশে গিয়ে মিশেছে এই সিঁড়িগুলি। বড় বড় গাছ দিয়ে ঘেরা এই সর্গের সোপান বেয়ে উপরে উঠলেই তপবন পাহাড়ের স্বর্ণ মুকুটের শ্রেষ্ঠ মুক্তটি চোখে পড়বে। পাহাড়ের চূড়ায় রয়েছে অষ্টভূজা মা পার্বতীর মন্দির।
advertisement
advertisement
গুটিকয়েক লোকজন। আপনার উইকেন্ডের পারফেক্ট প্লেস। নেতাজী থেকে শুরু করে গোবিন্দ প্রসাদ এবং গান্ধীজির স্মৃতি বিজড়িত এই অঞ্চল। সবকিছুর মধ্যে যেন এই তপোবন পাহাড় লুকিয়ে রেখেছে নিজের শরীর। চোখের অগোচর করলেই হারিয়ে ফেলবেন এই উইকএন্ড ডেস্টিনেশন। মিষ্টি রোদে পাহাড়ে বসে আড্ডা দিতে দিতেই কাটিয়ে ফেলতে পারেন এক বেলা। মুখেই কথায় আর ক্যামেরা বন্দি ছবি দেখে এই অপরূপ জায়গার যথার্থতা বুঝতে পারবেন না । তাই আর দেরি না করে বেড়িয়ে পড়ুন তপোবন পাহাড়ের উদ্দেশে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'স্বর্গের সিঁড়ি'! উপরে পৌঁছলেই বিরাট 'সারপ্রাইজ'! ঘরের কাছেই এই 'চাঁদের পাহাড়'! ঘুরে আসুন টুক করে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement