Winter Tour: খরচ নামমাত্র, শীতের মরশুমে ঘুরে আসুন বীরভূমের এই সুন্দর পাহাড়ের কোলে

Last Updated:

Winter Tour: মামা ভাগ্নে পাহাড়কে কেন্দ্র করে রয়েছে ঐতিহাসিক এবং একাধিক পৌরাণিক কাহিনি।

+
মামা

মামা ভাগ্নে পাহাড়ের কোলে যাবেন?

বীরভূম: বাঙ্গালির বিভিন্ন চাহিদার মধ্যে অন্যতম হল ভ্রমণ। যে কারণে বাঙালিদের ভ্রমণ পিপাসু বলা হয়ে থাকে। এই বছর ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহে শীতের ঠাণ্ডা পড়তে শুরু করেছে বীরভূমে। করোনাকালে ভাইরাসের আতঙ্কে বহু বাঙালি ভ্রমণের ক্ষেত্রে দূরযাত্রা এড়িয়ে চলেছেন। গত বছর থেকে ছোট্ট ট্রিপ হিসাবে পর্যটকরা আসছেন বীরভূমের মামা ভাগ্নে পাহাড় ভ্রমণে।
মামা ভাগ্নে পাহাড়কে কেন্দ্র করে রয়েছে ঐতিহাসিক এবং একাধিক পৌরাণিক কাহিনি। এর পাশাপাশি এই পাহাড় বীরভূমের ভূগোলের ক্ষেত্রে আলাদা ঐতিহ্য বহন করে। বীরভূমের একমাত্র পাহাড় হিসাবে এই মামা ভাগ্নে পাহাড় রয়েছে দুবরাজপুর শহরে। এই পাহাড় হল ছোটনাগপুর মালভূমির অংশ। মামা ভাগ্নে পাহাড় মূলত গ্রানাইট পাথর দিয়ে তৈরি।
advertisement
advertisement
মামা ভাগ্নে পাহাড়কে কেন্দ্র করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আগমণ হয়ে থাকে। পাহাড়ের সৌন্দর্য রক্ষার জন্য দুবরাজপুর পৌরসভার কর্মীরা প্রতিনিয়ত নিজেদের কাজ চালিয়ে যান। কীভাবে পৌঁছাবেন এই পাহাড় সে বিষয়ে জেনে রাখুন। দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড় সিউড়ি থেকে সহজেই জাতীয় সড়ক ধরে যাওয়া যায়।
advertisement
এছাড়াও দুবরাজপুর রেলস্টেশনে নেমে সামান্য রাস্তা পাড়ি দিলেই সহজে পৌঁছে যাওয়া যাবে মামা ভাগ্নে পাহাড়। প্রসঙ্গত, বীরভূমের এই মামা ভাগ্নে পাহাড়ে শুটিং হয়েছে বিভিন্ন চলচ্চিত্রের দৃশ্য। সেই তালিকায় রয়েছে সত্যজিৎ রায়ের অভিযান, গুপী গাইন বাঘা বাইন এবং সন্দীপ রায়ের রবার্টসনের রুবি, গোঁসাইপুর সরগরম ইত্যাদি।
—— সৌভিক রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Winter Tour: খরচ নামমাত্র, শীতের মরশুমে ঘুরে আসুন বীরভূমের এই সুন্দর পাহাড়ের কোলে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement