Winter Fruit: আবাক কাণ্ড! বাংলার মাটিতে জাপানের ফল, চাহিদা মেটাতে হিমশিম বিক্রেতারা
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
পূর্বস্থলীর স্টেশনরোড সংলগ্ন বেশ কিছু ফলের দোকানে দেদার বিকোচ্ছে জাপানের ফল। ফলটির নাম পার্সিমন, অনেকে আবার কাকি ফলও বলে থাকেন।
পূর্ব বর্ধমান: জাপানের ফল এখন বাংলার মাটিতে। হ্যাঁ একদম ঠিকই বলছি। এটা জানার পর হয়ত আপনারাও অবাক হবেন। কিন্তু অবাক হলেও এটাই সত্যি যে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে জাপানের ফল পাওয়া যাচ্ছে। পূর্বস্থলীর স্টেশনরোড সংলগ্ন বেশ কিছু ফলের দোকানে দেদার বিকোচ্ছে জাপানের ফল। ফলটির নাম পার্সিমন, অনেকে আবার কাকি ফলও বলে থাকেন। জানা গিয়েছে এই পার্সিমন বা কাকি ফল জাপানের জাতীয় ফল। পূর্বস্থলীর স্টেশন রোড সংলগ্ন বেশ কিছু ফল ব্যবসায়ী অন্যান্য ফলের পাশাপাশি বিক্রী করছেন এই ফল । এই প্রসঙ্গে এক ফল ব্যবসায়ী জানিয়েছেন, “প্রতিবছর আমরা কাশ্মীরের ডেলসন আপেল বিক্রি করি। শীতের কমলালেবু বিক্রি করি। এবার জাপানের একটা নতুন ফল নিয়ে এসেছি এর নাম পার্সিমন । এটা সুস্বাদু এবং খেতে খুবই মিষ্টি ।”
আরও পড়ুনঃ এই এক উপকরণেই পাতে পড়বে গোলবাড়ির কষা মাংস, রইল ম্যাজিক রেসিপি
বাঙালি মানেই খাদ্য প্রেমী। শীতের মরশুমে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করতেই পছন্দ করেন সমগ্র বাঙালি। এই শীতের মরশুম শুরু হতেই বাজারে আগমন ঘটে কাশ্মীরের ডেলসন আপেল, দার্জিলিং এর কমলালেবুর মত আরও বেশ কিছু ফলের। তবে এবার বাজারে মাতাচ্ছে জাপানের জাতীয় ফল। আর এই ফলের স্বাদ নিতে মরিয়া হয়ে উঠেছেন বাঙালিরা। পার্সিমন বা কাকি ফল কিনতে রীতিমতো পূর্বস্থলীর ফলের দোকান গুলিতে ভিড় জমাচ্ছেন অনেকেই। জাপানের এই ফল বিক্রিও হচ্ছে দেদার। ফল ব্যবসায়ীদের কথায় মাত্র দু’দিনেই বিক্রী হয়ে যাচ্ছে এক ক্রেট ফল।
advertisement
এই পার্সিমন ফল কিনতে এসে এক ব্যক্তি জানান, ‘এটা খুবই সুস্বাদু ফল। আমরা জানতে পেরেছি এটা জাপানের জাতীয় ফল। প্রথম নেটে আমরা দেখেছি তারপর এখানে দেখতে পেয়ে, কিনে খেয়ে দেখেছি খুবই সুস্বাদু। আমরা ভেবেছি রোজ একটা করে ফল এখান থেকে খাব।’
advertisement
ফলটি দেখতে বড় সাইজের টমেটোর মত । কিন্তু দেখতে টমেটোর মত হলেও ফল বিক্রেতারা বলছেন স্বাদে নাকি আমের থেকেও মিষ্টি। এখন বাজারে এই ফল প্রতি পিস ৭০ টাকা দামে বিক্রি হচ্ছে। অনেক সময় ক্রেতাদের এই ফল কেটে টেস্টও করাচ্ছেন ফল ব্যবসায়ীরা। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে অনেকে আবার ফল কিনে ছবি তুলে, তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে দিচ্ছেন। সেই সকল ছবি দেখে পার্সিমন ফলের প্রতি আরও কৌতূহল বাড়ছে সাধারণ মানুষের। শীতের মরশুমে জাপানের ফল টেস্ট করতে ছুটে যাচ্ছেন অনেকেই।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2023 2:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Winter Fruit: আবাক কাণ্ড! বাংলার মাটিতে জাপানের ফল, চাহিদা মেটাতে হিমশিম বিক্রেতারা