Birbhum Winners Team: মহিলাদের সুরক্ষা দিতে এ বার বীরভূমেও তৈরি হল উইনার্স টিম

Last Updated:

Birbhum Winners Team: কীভাবে মহিলাদের আরও ভাল ভাবে সুরক্ষা দেওয়া যায় সেই ভাবনায় এবার নতুন মহিলা টিম তৈরি হল বীরভূম জেলা পুলিশের ।

Birbhum Winners Team
Birbhum Winners Team
সিউড়ি : রাজ্যে বেড়েই চলেছে অপরাধ । তবে অনেক ক্ষেত্রেই এই অপরাধগুলোর শিকার হচ্ছে মহিলারা । কখনও ব্যাগ ছিনতাই, তো কখনও অত্যাচার আবার কখনও মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে করা হচ্ছে খুন । তাই কীভাবে মহিলাদের আরও ভাল ভাবে সুরক্ষা দেওয়া যায় সেই ভাবনায় এবার নতুন মহিলা টিম তৈরি হল বীরভূম জেলা পুলিশের ।
রাজ্যের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই মহিলাদের সুরক্ষার জন্য তৈরি হয়েছে উইনার্স টিম । এ বার সেই উইনার্স টিম তৈরি করল বীরভূম জেলা পুলিশ । ২০ সদস্যের মহিলা পুলিশকর্মী নিয়ে এই টিম তৈরি করা হয়েছে । এই টিমের একটি টিম থাকবে সিউড়িতে এবং একটি থাকবে বোলপুরে । এক একটি টিমে মোট ১০ জন করে মহিলা সদস্য রয়েছে । এই টিমের কাজ হল মহিলাদের যে কোনও রকম সুবিধা অসুবিধা নিয়ে কাজ করা । সে সাধারণ নিরাপত্তা হোক অথবা সাইবার নিরাপত্তা ।
advertisement
আরও পড়ুন : মানসিক ভারসাম্যহীন কিশোরী ‘ধর্ষিতা’ দূর সম্পর্কের মামার হাতে
এই উইনার্স টিমকে ৫ টি করে ১০ টি স্কুটি দেওয়া হচ্ছে । যেগুলি সব সময় তাদের সঙ্গে থাকবে । যাতে কোনও মহিলা সমস্যায় পড়লে তৎক্ষণাৎ উইনার্স টিমের সদস্যরা পৌঁছে যেতে পারে সেই স্থানে ।
advertisement
আরও পড়ুন : জঙ্গল পেরিয়ে রাস্তায় হাতির পাল, ভিড় জমালেন পর্যটকেরা
জেলা সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানান , ‘‘মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়েই তৈরি করা হয়েছে উইনার্স টিম । তার মধ্যে থাকবেন মহিলা পুলিশকর্মীরা যাঁরা বিভিন্ন জায়গায় টহলদারি করবেন । নারীদের সুরক্ষা দিতে সমস্ত ব্যবস্থা তাঁরা করবেন । শহরের যেকোনও জায়গায় বাজার , শপিং মল ইত্যাদি সব জায়গায় তারা পরিদর্শন করবে এবং দেখবে সেই জায়গা গুলোতে নারী সুরক্ষিত কিনা । এই টিম তৈরিতে নারীরাও নিজেদের সুরক্ষিত মনে করবে এবং কোনো সমস্যা হলে নির্দ্বিধায় অভিযোগ জানাতে পারবে । এই টিম সিউড়ি ও বোলপুর দুই জায়গায় তৈরি করা হয়েছে । দুটি টিম পরিদর্শন করবে সিউড়ি ও বোলপুর দুই জায়গায় । "
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Winners Team: মহিলাদের সুরক্ষা দিতে এ বার বীরভূমেও তৈরি হল উইনার্স টিম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement