রাতের অন্ধকারে অজানা জন্তুর হানা ! আতঙ্কে ঝাড়গ্রামের বাসিন্দারা
Last Updated:
ভয়ে ঘরবন্দী ঝাড়গ্রামের একাধিক গ্রামের বাসিন্দারা
#ঝাড়গ্রাম: অজানা জন্তুর আক্রমনে আতঙ্কে গোটা গ্রাম। পরিস্থিতি খতিয়ে দেখতে দফায় দফায় আনাগোনা করছেন বনদফতরের কর্মীরা। ভয়ে ঘরবন্দী ঝাড়গ্রামের একাধিক গ্রামের বাসিন্দারা। তাঁদের ভাষায়, বর্তমানে নেকড়ে, হুড়ার, হায়না, শেয়াল, সজারু থেকে ময়াল, ময়ূর... বন্য প্রাণীর সংখ্যা বেড়েছে জঙ্গলে। এতদিন ছিল শুধু হাতির ভয়, এখন তার সঙ্গে যোগ হয়েছে আরও নানা জন্তু! মাঝেমধ্যেই তারা আনা দিচ্ছে লোকালয়ে! তারউপর এই 'অজানা' জন্তুর আতঙ্ক!
অজানা জন্তুর অগমনে সমস্যা তৈরী হলেও একদিকে খুশি বনদফতর। কারণ, জঙ্গলে বাড়ছে বন্য প্রানীর সংখ্যা, আর এটা তখনই সম্ভব, যখন জঙ্গল বাড়ে। বনদফতরের কর্মীদের বক্তব্য, ঝাড়গ্রাম জেলায় বেড়েছে জঙ্গলের ঘনত্ত্ব। পাশাপাশি রাজ্য সরকারের জলধরো নানা প্রকল্পে জঙ্গলের ভিতর অনেক পুকুর খনন হয়েছে। ফলে জঙ্গলে খাবার আর পানীয় জলের অভাব নেই বললেই চলে !
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 10, 2019 8:10 PM IST