স্ত্রীর অন্য প্রেম, ৪ বছরের মেয়েকে রাস্তায় আছাড় মেরে খুন করল বাবা...! ছুড়ে ফেলে দিল নদীতে
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Nadia News: ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা বুদ্ধদেবকে আটক করে পুলিশে খবর দেন। ধুবুলিয়া থানার পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের অপরাধ স্বীকার করে। এরপরই পুলিশ নদীতে তল্লাশি চালিয়ে গভীর রাতে শিশুকন্যার দেহ উদ্ধার করে।
সমীর রুদ্র, নদিয়া: নিজের চার বছরের কন্যাসন্তানকে রাস্তায় আছাড় মেরে খুন করার পর কৃষ্ণনগরের জলঙ্গি নদীর ব্রিজ থেকে নদীতে ফেলে দিল বাবা, এমনই অভিযোগ। ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নদীতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে শিশুর নিথর দেহ। নদিয়া জেলার ধুবুলিয়া থানার মায়াকোল এলাকায় ঘটল এই মর্মান্তিক ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বুদ্ধদেব ঘোষের স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত। ঘটনার দিনও ঝগড়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীকে না দেখে মেয়ের কাছে জানতে চান তিনি কোথায় গিয়েছেন। মেয়ের উত্তর পাওয়ার পরই বুদ্ধদেব তাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন।
advertisement
advertisement
অভিযোগ, এরপরেই নির্মম ঘটনা ঘটে। প্রথমে রাস্তায় শিশুকন্যাকে আছাড় মেরে হত্যা করে সে। এরপর মৃত্যু নিশ্চিত করতে কৃষ্ণনগর জলঙ্গি নদীর ব্রিজ থেকে নদীতে ফেলে দেয় দেহটি। এরপর বাড়িতে ফিরে অভিযুক্ত নিজের মাকে জানায়, সে তার মেয়েকে মেরে ফেলেছে।
advertisement
ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা বুদ্ধদেবকে আটক করে পুলিশে খবর দেন। ধুবুলিয়া থানার পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের অপরাধ স্বীকার করে। এরপরই পুলিশ নদীতে তল্লাশি চালিয়ে গভীর রাতে শিশুকন্যার দেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
advertisement
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 15, 2025 8:47 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্ত্রীর অন্য প্রেম, ৪ বছরের মেয়েকে রাস্তায় আছাড় মেরে খুন করল বাবা...! ছুড়ে ফেলে দিল নদীতে