স্বামী ফিরে আসবে...জীবনের আশা নিয়ে বাড়ি ফিরলেন পূর্ণমের স্ত্রী! রিষড়ার জওয়ান ফিরবেন কবে?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে আশ্বস্ত না হওয়ায় গত সোমবার অর্থাৎ ২৮ শে এপ্রিল পাঠানকোটের উদ্দেশ্যে রওনা হয় তাঁর স্ত্রী রজনী, আট বছরের ছেলে ও পরিবার।
হুগলি: পাঠানকোট থেকে বাড়ি ফিরলেন পাকিস্তানে বন্দী বিএসএফ জওয়ান পূর্ণমের স্ত্রী রজনী সাউ ও তার পরিবার। গত বুধবার অর্থাৎ ২৩ শে এপ্রিল থেকে পাকিস্তান রেঞ্জারদের হাতে বন্দী রিষড়ার বিএসএফ জওয়ান পূর্নম সাউ। তারপর কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে আশ্বস্ত না হওয়ায় গত সোমবার অর্থাৎ ২৮ শে এপ্রিল পাঠানকোটের উদ্দেশ্যে রওনা হয় তাঁর স্ত্রী রজনী, আট বছরের ছেলে ও পরিবার।
সেখানে চণ্ডিগড় বিমানবন্দরে নেমে প্রথমে পাঠানকোট। তারপরে কাংড়াতে যান তারা। সেখানেই বিএসএফের সিইও এর সঙ্গে কথা বলেন তার পরিবার। তারপর আজ অমৃতসর থেকে প্লেনে দমদম এয়ারপোর্ট হয়ে বাড়ি ফিরলেন পূর্ণমের পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
দমদম এয়ারপোর্ট থেকে বিএসএফ এর গাড়িতে করে পুর্নমের পরিবারদের রিষরার বাড়িতে পৌঁছে দিয়ে যায়। পূর্ণমের স্ত্রী রজনী বলেন, ‘‘আমরা বিএসএফ এর সিও র সাথে কথা বলে আশ্বাস পেয়েছি। তিনি জানিয়েছেন, ফিরে আসবে, তাই আমরা আশাবাদী হয়ে ফিরে এলাম।’’
advertisement
রানা কর্মকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2025 6:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্বামী ফিরে আসবে...জীবনের আশা নিয়ে বাড়ি ফিরলেন পূর্ণমের স্ত্রী! রিষড়ার জওয়ান ফিরবেন কবে?