Wife Missing Husband Kidnaps Child: বউ হারিয়ে গেছে বউ! ফিরে পেতে মরিয়া স্বামী তুলে নিল আত্মীয়ার বাচ্চা, পুলিশ নিল ছদ্মবেশ, তারপর

Last Updated:

Wife Missing Husband Kidnaps Child: কুলি সেজে অপহরণকারীকে গ্রেফতার করল কুলতলী থানার পুলিশ

ছদ্মবেশে আটক
ছদ্মবেশে আটক
কুলতলি: স্ত্রী ঘর ছেড়ে চলে যাওয়ায় তার খোঁজ না পেয়ে অন্য পথে হেঁটেছিলেন বৃন্দাবন মন্ডল। অভিযোগ, স্ত্রীর আত্মীয়া শম্পা মন্ডলের নাবালক ছেলেকে অপহরণ করে অন্ধ্রপ্রদেশে পালিয়ে যান। অপহরণের পর ফোন করে শম্পাকে জানায়-যতক্ষণ না পর্যন্ত তার স্ত্রীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, ততক্ষণ ওই নাবালককে ছাড়া হবে না।
এমনকি পুলিশকে জানালে ট্রেন থেকে  ছেলেকে ফেলে দেওয়া হবে বলেও হুমকি দেয় বৃন্দাবন। ঘটনায় আতঙ্কিত শম্পা মন্ডল সময় নষ্ট না করে কুলতলী থানায় গিয়ে পুরো বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার পর কুলতলী থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। গঠন করা হয় একটি বিশেষ দল। পুলিশের কৌশলে শম্পার মাধ্যমে বৃন্দাবনকে বোঝানো হয়, তার স্ত্রী ফিরিয়ে দেওয়া হবে, তবে তার আগে খড়গপুর স্টেশনে এসে অপহৃত ছেলেটিকে ফিরিয়ে দিতে হবে।
advertisement
advertisement
এই পরিকল্পনায় রাজি হন বৃন্দাবন। কিন্তু বারবার হুমকি দিতে থাকে-পুলিশকে জানালে তার ফল ভাল হবে না। তাতেও দমে না গিয়ে কুলতলী থানার পুলিশ ছদ্মবেশে কুলি সেজে পৌঁছে যায় খড়গপুর স্টেশনে। সেখানেই নির্ধারিত সময় মতো বৃন্দাবন পৌঁছায় ওই নাবালককে নিয়ে। এরপরেই তাকে পাকড়াও করে পুলিশ।
advertisement
ধৃত বৃন্দাবন মন্ডলকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত তাকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। কুলতলী থানার পুলিশের এই তৎপরতা ও ছকবাজি অপহরণ কাণ্ডে সাফল্যের মুখ দেখিয়েছে। অপহৃত শিশুটিকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াও সম্ভব হয়েছে।
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Wife Missing Husband Kidnaps Child: বউ হারিয়ে গেছে বউ! ফিরে পেতে মরিয়া স্বামী তুলে নিল আত্মীয়ার বাচ্চা, পুলিশ নিল ছদ্মবেশ, তারপর
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement