‘‘ওকে তুলে দিতে হবে আমাদের হাতেই’’ স্বামীকে খুন করা স্ত্রীকে পুলিশের থেকে চাইল জনতা

Last Updated:

বেশ কিছুদিন আগে থেকে আফসানা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। এলাকার এক যুবকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে পরিবারের লোকজন।

 Local people asked police to handover the accused wife who killed her husband
Local people asked police to handover the accused wife who killed her husband
#ইসলামপুর:   স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রী-র বিরুদ্ধে। পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ইসলামপুরের নসিপুর এলাকায় এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার সকালে মোস্তফা আলি নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ স্ত্রী-র বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সেই কারণেই খুন করেছে। এরপরেই স্ত্রীকে তাঁদের হাতে তুলে দিতে হবে এই দাবি তুলে জনতা বিক্ষোভ দেখাতে শুরু করে বাড়ির সামনে। ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার করে। বাড়ি থেকে অভিযুক্ত খুনি স্ত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
মোবাইল ব্যবসায়ী মুস্তফা আলি এলাকায় বাবু নামে পরিচিত। বছর ছয়েক আগে পাশের গ্রাম টেকারায়পুরে আফসানার সঙ্গে বিয়ে হয়। তাদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়েটির বয়স বছর চারেক, ছেলেটি বছর দুয়ের। বেশ কিছুদিন আগে থেকে আফসানা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। এলাকার এক যুবকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে পরিবারের লোকজন। তারপরেই তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়।
advertisement
advertisement
সোমবার ইসলামপুর থানার পক্ষ থেকে মেয়ে ও ছেলের বাড়ির লোকজনকে ডেকে মীমাংসা করে দেওয়া হয়। তারপর আফসানা নসিপুরের বাড়িতে ফিরে আসে। মঙ্গলবার সকালে বাড়িতে ঘরের মধ্যেই খাটের উপর মুস্তফার মৃতদেহ উদ্ধার হয়। আর তারপরেই ক্ষোভে ফেটে পরে পরিবারের লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। স্ত্রী আফসানা নিজেকে ঘরের মধ্যে আটকে রাখলেও তাকে গ্রামবাসীদের হাতে তুলে দেওয়ার দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে জনতা।
advertisement
মৃত মুস্তফা আলির দিদি ময়না বিবি বলেন, ‘‘আমার ভাইকে আফসানা আর ওর প্রেমিক খুন করেছে। ওর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই নিয়ে অশান্তিও চলছিল। আমার ভাইকে আফসানা খুনের হুমকিও দিয়েছিল। আমি ওর ফাঁসি চাই।’’
advertisement
অন্য এক গ্রামবাসী রাকিবুল সেখ বলেন, ’’আফসানা দীর্ঘদিন থেকে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। থানায় ডেকে মীমাংসাও করে দেওয়া হয় তারপরেই আফসানা এই বাড়ি এসেছিল। আর তারপরেই মুস্তফার মৃতদেহ উদ্ধার হয়। আফসানাই ওকে খুন করেছে। আমরা ওর কঠোর শাস্তি চাই।’’
Pranab Kumar Banerjee
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘‘ওকে তুলে দিতে হবে আমাদের হাতেই’’ স্বামীকে খুন করা স্ত্রীকে পুলিশের থেকে চাইল জনতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement