Ex Lover Murder Husband: প্রাক্তন প্রেমিকের সঙ্গে আবার পালাল ঘরের বউ, তারই হাতে খুন হল স্বামী
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
পুরনো প্রেম সন্ন্যাসী এবং কুম্ভীর মধ্যে নুতুন মাত্রা পায়। তিন বছর আগে কুম্ভি পালিয়ে যায় পুরনো প্রেমিক সন্ন্যাসীর সঙ্গে।
দক্ষিণ ২৪ পরগনা: তদন্তে নেমে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ জানতে পেরেছে যে মৃত রাজা মণ্ডল তার স্ত্রী কুম্ভী মণ্ডলের সঙ্গে এলাকারই একটি ছেলে সন্ন্যাসীর প্রেম ছিল বিয়ের আগে থেকে। বিয়ের পর রাজা মণ্ডল কাটাতলা এলাকায় থাকতে শুরু করে। সেখানেই ঘরভাড়া করে থাকত সন্ন্যাসী। ফলে পুরনো প্রেম সন্ন্যাসী এবং কুম্ভীর মধ্যে নুতুন মাত্রা পায়। তিন বছর আগে কুম্ভি পালিয়ে যায় পুরনো প্রেমিক সন্ন্যাসীর সঙ্গে।
পরে রাজাকে ছেড়ে কুম্ভী সন্ন্যাসীর সঙ্গে সংসার পাতে বিগত কয়েকদিন পারিবারিক অশান্তির জেরে সন্ন্যাসীর সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যায়। আর এর ফলেই মেজাজ হারায় সন্ন্যাসী। কুম্ভীর রাগ করে বাপের বাড়ি চলে যাওয়ার জন্য রাজাকেই দায়ী ভাবে সন্ন্যাসী। এই কারণেই শুক্রবার সন্ধ্যায় নলবনের নির্জন জায়গায় রাজার সঙ্গে দেখা করতে চায়৷ সেখানেই দেখা করে দু’জনে৷ তারপর সেখানেই রাজাকে খুন করে সন্ন্যাসী৷ এমনই পুলিশ সূত্রে খবর। পুলিশ ঘটনার তদন্ত নেমে দ্রুত তার সঙ্গে খুনের কিনারা করল।
advertisement
আরও পড়ুনFox Bite Terror: বাড়ি বাড়ি ঢুকে বসিয়ে যাচ্ছে ধারাল দাঁতের কামড়! জখম পাঁচ, আতঙ্কে বাসিন্দারা
advertisement
এই ঘটনায় সন্ন্যাসী দলুইকে গ্রেফতার করে আজ, রবিবার বারুইপুর মহাকুম আদালতে পাঠাবে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2025 5:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ex Lover Murder Husband: প্রাক্তন প্রেমিকের সঙ্গে আবার পালাল ঘরের বউ, তারই হাতে খুন হল স্বামী