সিরিয়ালকে হার, প্রেমিকের সঙ্গে বিধবা তরুণীর বিয়ে দিল পুলিশ, সাক্ষী মেয়ে

Last Updated:

টিভি-র পর্দায় যা রোজ বাড়ি বসে দেখেন তার চেয়েও নাটকে মোড়া এই সত্যি গল্প...

#হাওড়া: প্রেমিক প্রেমিকার চার হাত এক  করল পুলিশ | সাঁকরাইলের (Howrah) মানিকপুরে ঘটনায় অন্ধকারে ডুবে যাওয়া পরিবারকে উদ্ধারে পুলিশের ভূমিকায় খুশি গ্রামবাসী | কেন হঠাৎ পুলিশ কে উদ্যাগ নিতে হল এমন কর্মকাণ্ডের ? গ্রামবাসীদের থেকে জানা যাচ্ছে, সাঁকরাইলের মানিকপুর ফাঁড়ির অন্তর্গত নলপুরের বাসিন্দা বৈশাখী মণ্ডলের কয়েক বছর আগেই  স্বামীর মৃত্যু হয় | সেই সময় বৈশাখীর একটি মেয়ে ছিল | এমনকি স্বামীর মৃত্যুর পর সে তার বৃদ্ধা শাশুড়িকেও ছেড়ে চলে যায়নি | এদিক সেদিক থেকে নানা উপায়ে কন্যাসন্তান ও শাশুড়িকে নিয়ে দিন কাটছিলো তাঁর |
এরই মধ্যে এলাকার এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে বৈশাখী | এরপর এলাকায় দুজনকে একাধিকবার একসঙ্গে দেখাও যায় | কয়েকদিন আগে এলাকার সেই যুবক বিফল মণ্ডলকে বৈশাখীর ঘরেই দেখতে পায় এলাকার বাসিন্দারা | এভাবে ধরা পড়ে গিয়ে চক্ষুলজ্জার কারণে এলাকা থেকে গা ঢাকা দেন বিফল | এরপর স্থানীয় বাসিন্দাদের  জিজ্ঞাসাবাদে বৈশাখী দেবী বিফল বাবুর সাথে প্রেমের সম্পর্কের বিষয়টি স্বীকার করে নেন | তারপর স্থানীয় মানিকপুর থানায় পুরো বিষয়টা জানান স্থানীয়রা| বেশ কিছু গ্রামবাসীরা মহিলার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হতে থাকে | আসলে সমাজ এখনও বিধবা মহিলাদের নিজের মতো জীবন যাপন মেনে নিতে পারেনা | উল্টোদিকে বিফল বাবুর পরিবারের তরফেও আসে বাধা কারণ তাদের প্রশ্ন ছিল পরিবারের নববধূ হবে কিনা একজন বিধবা ? শুধু কি বিধবাও নয়, সে তো আবার এক কন্যার মা, তাহলে উপায় ?
advertisement
advertisement
কিন্তু ভালোবাসা তো আর এই সব মানে না তাই আগে পিছু না ভেবেই বৈশাখী ও বিফল এগিয়ে চলে তাদের পথে | কিন্তু পরিস্থিতি আরও বিপাকে যায় যখন তাঁদের সম্পর্ক সকলেই জেনে যান৷  মহিলার ও নিজের সম্মান বাঁচাতে এলাকা থেকে গা ঢাকা দেয় বিফল | খবর পেয়ে আসরে নামে পুলিশ | বিফল বাবুর খোঁজ শুরু করে | মোবাইল টাওয়ার ট্র্যাক করে পুলিশ | অবশেষে রবিবার থানায় এসেই যোগাযোগ করে  বিফল বাবু বৈশাখীকে বিয়ে করার কোথাও জানান |
advertisement
কিন্তু তাঁদেরর একটাই ভয় সমাজ কি বলবে ? সমাজ কি তাদের এই সম্পর্ক মেনে নেবে ? অবশেষে সোমবার রাতে বিফল মণ্ডল ও বৈশাখী মণ্ডলকে ছাদনা তলায় বসার ব্যবস্থা করা থেকে শুরু করে পুলিশরা৷  কন্যাদান থেকে শুরু হিন্দুরীতিতে বিয়ের সব নিয়মই পালন করেন পুলিশ কর্মীরা |  স্থানীয়দেরও করা হয় নিমন্ত্রণ | নতুন করে সংসার বাঁধার আনন্দের মধ্যেও নিজের মাতৃত্বের কোন ত্রুটি হতে দেয়নি বৈশাখী দেবী | মেয়েকে পাশে বসিয়েই সারেন সামাজিক রীতিনীতি |  বিফলবাবুর সাথে নতুন সংসার বাঁধলেও তার একটাই আবেদন ছিল যেখানেই থাকবেন তারা  সেখানেই ঠাঁই দিতে হবে তাঁর আগের  শাশুড়ি ও তাঁর কন্যাকে | সেই আবেদনে সাড়া দেন বিফল বাবুও | পুলিশের তত্বাবধানে বিয়ের পর পাত পেরে খাওয়াদাওয়ারও ব্যবস্থা করে পুলিশ |
advertisement
Debasish Chakraborty
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিরিয়ালকে হার, প্রেমিকের সঙ্গে বিধবা তরুণীর বিয়ে দিল পুলিশ, সাক্ষী মেয়ে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement