Widow Dhak Player: ১৪ বছরেই বিধবা, ছেলে কোলে লোকের বাড়ি কাজ, আজ খুলেছেন মেয়ে ঢাকিদের দল, নিন্দুকদের মুখে ঘষলেন ঝামা

Last Updated:

Widow Dhak Player: ১৪ বছরেই বিধবা, কাঁধে ঢাক নিয়ে শুরু লড়াই! পরিচারিকা থেকে আজ জনপ্রিয় ঢাকি  চিত্রা দাস

+
চিত্রা

চিত্রা ঢাকি 

কাটোয়া: পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার সুদপুর গ্রামের মেয়ে চিত্রা দাস। আজ গোটা রাজ্য তাঁকে চেনে চিত্রা ঢাকি নামে। একসময় অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালানো এই মহিলাই আজ ঢাকের তালে মাতিয়ে দিচ্ছেন রাজ্য-ভিনরাজ্যের মঞ্চ। মাত্র ১৪ বছর বয়সে স্বামীহারা হয়ে ছেলেকে নিয়ে ফিরে আসতে হয়েছিল বাপের বাড়ি সুদপুরে।
সংসারের দায় সামলাতে করতে হয়েছে লোকের বাড়ির কাজ, এমনকি মুড়ি কলেও খাটতে হয়েছে তাঁকে। তবে কষ্ট হলেও হাল ছাড়েননি তিনি। ছেলেকে বড় করে তুললেন অদম্য পরিশ্রমে, আর নিজের মনে জমিয়ে রাখলেন স্বপ্ন, স্বপ্ন একদিন আলাদা কিছু করার। ছেলের বুদ্ধিতে ২০১৪ সালে গ্রামের কয়েকজন মহিলাকে একত্রিত করে তৈরি করলেন প্রথম মহিলা ঢাকিদের দল। শুরুতে ছিল মাত্র ১০ জন। ঢাক কেনার মতো অর্থ ছিল না কারও হাতে। তখন সেই মহিলারাই অন্যের কাছ থেকে ধার করে টাকা তুলে দিলেন চিত্রা দেবীর হাতে। তারপর শুরু হল ঢাক বাজানোর প্রশিক্ষণ। গুরু হলেন গ্রামেরই ঢাকি নাদু দাস।
advertisement
advertisement
কিন্তু শুধু প্রশিক্ষণ পেলেই তো সব হয় না, চারিদিকে কটূক্তি, বাঁকা কথা বলার লোকের অভাব নেই! অনেকের কাছেই শুনতে হয়েছিল “মেয়েরা ঢাক বাজাবে?” “এ তো অশুভ!।” তবে এসব শুনে থেমে যাননি চিত্রা দেবী, বরং প্রতিটি কটূক্তিকে তিনি শক্তি বানালেন। দিনের পর দিন অনুশীলন করে তৈরি করলেন এক নতুন ইতিহাস।
advertisement
চিত্রা দাস বলেন, “অনেক পরিশ্রম করেছি, বহু কটূক্তি শুনেছি, তবে এখন ভাল লাগে। গ্রামের পুজো ছেড়েও অন্যদের আনন্দ দিতে ভিন রাজ্যে যায়, এতেই আমাদের আনন্দ।” আজ সেই চিত্রা ঢাকির দল ৩০ জন মহিলাকে উপার্জনের পথ দেখিয়েছে। রাজ্যের মাটি ছাড়িয়ে ঢাকের শব্দ গিয়েছে অসম, ওড়িশা, ত্রিপুরা, ভুবনেশ্বর, কলকাতা, গুয়াহাটি, পুরুলিয়া এমনকি এ বছর যাবে লখনউ আর রাঁচি পর্যন্ত।
advertisement
চিত্রা দাসের ছেলে সীতারাম দাস বলেন, “মা এর জন্য আমারও গর্ব হয়। জীবনে মা অনেক পরিশ্রম করে আজ এই জায়গায় এসেছে।” যে চিত্রা একদিন অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতেন, আজ সেই চিত্রা দেবী লাখো মানুষের অনুপ্রেরণা। ঢাকের তালে নাচিয়ে তুলছেন হাজারো মন, আর তাঁর কাহিনি শুনে বুক ভরে উঠছে গর্বে। চিত্রা দাস প্রমাণ করেছেন, মেয়েরা চাইলে যে কোনও বাধা টপকে ইতিহাস গড়তে পারে। সংগ্রাম, পরিশ্রম আর জেদ থাকলে একদিন পরিচিতি পাল্টে যায়। আজ তিনি আর শুধু চিত্রা নন, তিনি বহু মানুষের গর্ব, অনেকের অনুপ্রেরণা।
advertisement
Input- Banowarilal Chowdhary
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Widow Dhak Player: ১৪ বছরেই বিধবা, ছেলে কোলে লোকের বাড়ি কাজ, আজ খুলেছেন মেয়ে ঢাকিদের দল, নিন্দুকদের মুখে ঘষলেন ঝামা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement