Murshidabad Tourism: গোলাপ, চন্দ্রমল্লিকা থেকে গাঁদা, ডালিয়া! জিয়াগঞ্জে কে ‘বেস্ট ফ্লাওয়ার অফ দ্য শো'?
- Reported by:Tanmoy Mondal
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
মুর্শিদাবাদে জিয়াগঞ্জ বি এস এ ময়দানে পুষ্প প্রতিযোগিতা ও প্রদর্শনীতে কলকাতা-সহ বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশ নেন, সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে, প্রকৃতিপ্রেমীদের মিলনক্ষেত্র।
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: শীতের সকালের কুয়াশার চাদর সরিয়ে রোদ্দুরের প্রথম ঝিলিক পড়তেই রঙিন হয়ে উঠল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ বি এস এ ময়দান। সারা বাংলাব্যাপী পুস্প প্রতিযোগিতা চলছে বর্তমানে। ফুলের সৌরভে আর প্রকৃতির রঙে ভরে উঠল চারপাশ। জেলার নানা প্রান্ত তো বটেই, জেলার বাইরে থেকেও ফুল ও ফলের গাছ নিয়ে হাজির হয়েছেন বহু প্রতিযোগী। গোলাপ, চন্দ্রমল্লিকা, গাঁদা, ডালিয়া থেকে শুরু করে নানা প্রজাতির ক্যাকটাস, বনসাই আর ফলের গাছ—সব মিলিয়ে চোখ জুড়ানো এক প্রদর্শনী।
advertisement
শুধু ফুলের প্রতিযোগিতাই নয়, পুষ্পায়নের ইতি মধ্যেই উদ্বোধন করা হয়েছে। প্রত্যহ পুষ্প প্রদর্শনী প্রাঙ্গণে আয়োজিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মধ্যে থাকবে ছবি আঁকা ও আলপনা প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা পাশাপাশি জেলাভিত্তিক কুইজ প্রতিযোগিতাও। উৎসবের আমেজেই শুরু করে সাড়ম্বরে আগামী বেশ কিছু দিন পালিত হবে এই আয়োজন। সুদূর কলকাতা থেকে আগত পর্যবেক্ষকদের নিখুঁত নজরে বিচার পর্ব শেষে নির্বাচিত হয় ‘বেস্ট ফ্লাওয়ার অফ দ্য শো’ সহ বিভিন্ন বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা। রঙ, গন্ধ আর সৃজনশীলতার এই মিলনমেলায় মুগ্ধ দর্শকরা। বহুদূরান্ত থেকে আসা মানুষদের ভিড়ই বলে দিচ্ছে—পুষ্পায়ন শুধু একটি প্রতিযোগিতা নয়, প্রকৃতিপ্রেমীদের এক মিলনক্ষেত্র।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,West Bengal
First Published :
Jan 05, 2026 5:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad Tourism: গোলাপ, চন্দ্রমল্লিকা থেকে গাঁদা, ডালিয়া! জিয়াগঞ্জে কে ‘বেস্ট ফ্লাওয়ার অফ দ্য শো'?









