Bus: কাকদ্বীপে আচমকা হলটা কী? রাস্তা থেকে 'উধাও' হয়ে যাচ্ছে সব বাস! কোথায় যাচ্ছে সব বাস? জানলে আঁতকে উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Bus: রাস্তা থেকে বাস গেল কোথায়। এই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে বকখালি, কাকদ্বীপ, ডায়মন্ড-হারবারের মানুষজনের মুখে মুখে। রাস্তায় বাস না থাকায় তারা সমস্যায় পড়েছেন।
কাকদ্বীপ: রাস্তা থেকে বাস গেল কোথায়। এই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে বকখালি, কাকদ্বীপ, ডায়মন্ড-হারবারের মানুষজনের মুখে মুখে। রাস্তায় বাস না থাকায় তারা সমস্যায় পড়েছেন।
কেন বন্ধ বাস, এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জয়েন্ট কমিটি অফ বাস অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা গিয়েছে, দিনের পর দিন বাড়ছে পুলিসের জুলুম। সেই সঙ্গে রাস্তায় বেড়ে গিয়েছে অবৈধ গাড়ির সংখ্যা।
advertisement
advertisement
এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বাস চালানো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত এই বাস চলবেনা। গোটা জেলাজুড়ে রাস্তায় নামেনি একটিও বেসরকারি বাস। যার ফলে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। রাস্তায় বেড়িয়ে বাসের দেখা নেই। অফিস-স্কুল-কলেজে যেতে দেরি হচ্ছে।
advertisement
আগামী বুধবার পর্যন্ত বাস ও মিনিবাস চলবে না বলেই জানিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জয়েন্ট কমিটি অফ বাস অপারেটর অ্যাসোসিয়েশন। তবে রাস্তায় কেবলমাত্র সরকারি বাস চলাচল করছে। ঠাসা ভিড়েই সেই বাসে যাত্রীদের যাতায়াত করতে হচ্ছে।
এ নিয়ে এক নিত্যযাত্রী শিবশঙ্কর বেরা জানিয়েছেন, স্কুলে যাবেন বলে বের হয়েছিলেন কিন্তু বাসের এই সমস্যার জন্য স্কুলে যেতে পারছেন না। কখন গাড়ি আসবে সেই অপেক্ষায় রয়েছেন। গাড়ি চলাচল স্বাভাবিক হলে ভাল হয় বলে জানিয়েছেন তিনি।
advertisement
এদিকে বাস সংগঠন গুলিও জানিয়েছে যে তাদের দাবিগুলিও দেখতে হবে। দীর্ঘদিন তাঁরা লসে চলছেন। এই অবস্থা চলতে দেওয়া যায়না। এখন বাস চালিয়ে ক্ষতি হচ্ছে বলে তাঁরা জানিয়েছেন।
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
July 29, 2025 1:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bus: কাকদ্বীপে আচমকা হলটা কী? রাস্তা থেকে 'উধাও' হয়ে যাচ্ছে সব বাস! কোথায় যাচ্ছে সব বাস? জানলে আঁতকে উঠবেন