Digha News: দিঘায় এসে মুচমুচে ‘খাজা’ খাননি, বড় মিস করেছেন আপনি, একবার হলেও ট্রাই করুন

Last Updated:

Digha News: জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই খাজা মিষ্টির চাহিদা হু হু করে বেড়ে গেছে। ভক্তরা এখন এই খাজা'কে জগন্নাথ দেবের প্রসাদ হিসেবেও মানছেন।

+
খাজা

খাজা মিষ্টি 

দিঘা, মদন মাইতি: দিঘা মানেই সমুদ্র, ঢেউ, আর স্নানের আনন্দ। কিন্তু আজকের দিঘা কেবল স্নান বা সূর্যোদয়ের শহর নয়, এক বিশেষ মিষ্টির শহর হিসেবেও খ্যাতি পাচ্ছে— সেই মিষ্টি হলো খাজা। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটক— সবার কাছেই এখন এই খাজা মিষ্টি দিঘার অন্যতম আকর্ষণ। সৈকতের ধারে সারি সারি দোকানে সাজানো থাকে সোনালি রঙের খাজা, যার মচমচে স্বাদে মুগ্ধ হচ্ছেন দেশ-বিদেশের ভ্রমণকারীরা। কেউ কেউ বলছেন, ‘দিঘায় এসে খাজা না খেলে যেন সমুদ্র স্নানটাই অসম্পূর্ণ থেকে যায়।’
জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই খাজা মিষ্টির চাহিদা হু হু করে বেড়ে গেছে। ভক্তরা এখন এই খাজা’কে জগন্নাথ দেবের প্রসাদ হিসেবেও মানছেন। মন্দির দর্শন শেষে অনেকেই বাড়ির জন্য বা আত্মীয়স্বজনের হাতে দেওয়ার জন্য খাজা কিনে নিয়ে যাচ্ছেন। ফলে দোকানগুলিতে ক্রেতার ভিড় লেগেই থাকে। বিক্রেতারা জানাচ্ছেন, গত কয়েক মাসে বিক্রির পরিমাণ অন্তত তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
advertisement
আরও পড়ুন-নভেম্বরেই ‘জ্যাকপট’…! বৃহস্পতির বক্রীতে মেষ-সহ ৪ রাশির পোয়া বারো, আগামী ২৫ দিন রাজার হালে কাটবে সময়, খুলবে ভাগ্যের দরজা
খাজা মিষ্টি তৈরি হয় মূলত ময়দা দিয়ে। প্রথমে পাতলা করে ময়দা বেলে নেওয়া হয়, তারপর ঘি বা তেলে ভাজা হয় সোনালি রঙে। এরপর চিনি বা গুড়ের রসে ভিজিয়ে তৈরি হয় খাস্তা, মিষ্টি খাজা। বর্তমানে নলেন গুড় খাজা, চকোলেট খাজা, এমনকি বাদাম খাজাও বাজারে পাওয়া যাচ্ছে। এক কেজি খাজার দাম ১২০ থেকে ২০০ টাকার মধ্যে হলেও ক্রেতারা স্বাদের জন্য দামের দিকে খুব একটা নজর দেন না। দিঘার খাজা ব্যবসায়ী সত্যজিৎ জানা বলেন, ‘জগন্নাথ মন্দির উদ্বোধনের পর খাজার জনপ্রিয়তা চোখে পড়ার মত বেড়েছে। আগে যাঁরা কেবল চা বা নারকেল জল খেতেন, তাঁরাও এখন খাজা কিনে খাচ্ছেন।’
advertisement
advertisement
আরও পড়ুন-প্রস্রাবে জ্বালাপোড়া, কিডনির সমস্যায় ভুগছেন! বাজারে পেলেই কিনুন সস্তার বথুয়া শাক, পুষ্টির খনি…! মহিলাদের জন্য অমৃত
এখন খাজা মিষ্টিই দিঘার রাজা। সমুদ্রের হাওয়া, ঢেউয়ের ছন্দ আর জগন্নাথ মন্দিরের দর্শনের সঙ্গে খাজা মিষ্টির স্বাদ যেন সম্পূর্ণ ভ্রমণের তৃপ্তি এনে দেয়। আপনি যদি দিঘায় এসে সমুদ্র স্নান করেছেন, জগন্নাথ মন্দির দর্শন করেছেন, অথচ খাজা মিষ্টি খাননি— তাহলে আপনার দিঘা ভ্রমণ সত্যিই অসম্পূর্ণ থেকে গেছে। কারণ পর্যটকদের কথায় এখন দিঘা ভ্রমণের পূর্ণতা আসে এই খাজা মিষ্টি স্বাদে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha News: দিঘায় এসে মুচমুচে ‘খাজা’ খাননি, বড় মিস করেছেন আপনি, একবার হলেও ট্রাই করুন
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement