রান্নার গ্যাসে এটা কী! রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ, সিলিন্ডার নাড়াতেই যা দেখলেন বধূ! চোখ কপালে সবার

Last Updated:

আজব কাণ্ড! গ্যাস শেষ রান্নাঘরে। সিলিন্ডার নাড়াতেই যা দেখলেন গৃহবধূ! সবার চোখ কপালে।

+
গ্যাস

গ্যাস সিলিন্ডারে জল

উত্তর ২৪ পরগনা: রান্নার গ্যাসেও এবার প্রতারণা! গ্যাস সিলিন্ডার নিয়েই স্থানীয় জনপ্রতিনিধির কাছে বিচার চাইতে হাজির গৃহস্থ। কারণ গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নয়, বেরোচ্ছে জল। অশোকনগর কল্যাণগড় পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাঁকপুল এলাকায় এমন ঘটনাকে ঘিরেই ছড়াল চাঞ্চল্য। অভিযোগ, বাড়িতে রান্না চলাকালীন আচমকাই বন্ধ হয়ে যায় গ্যাস, গ্যাস শেষ ভেবে সিলিন্ডার নাড়াতেই বিষয়টি নজরে আসে।
advertisement
advertisement
এরপর দেখা যায় গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাসের বদলে বের হচ্ছে জল। বাড়ির গৃহবধূ অঞ্জলি সরকার জানান, সিলিন্ডারটি ফাঁকা হয়ে গেছে ভেবে ঝাঁকাতেই ভিতর থেকে জল বেরোতে শুরু করে। ঘটনার খবর জানানো হয় ওই গ্যাস সংস্থার অফিসে। যদিও সংস্থার পক্ষ থেকে লোক এসে সিলিন্ডারটি পরীক্ষা করলেও কোনও সমাধান হয়নি বলে অভিযোগ। এরপর উপায় না দেখে স্বামী-স্ত্রী দুজনে মিলে কাঁধে করে জলভর্তি গ্যাস সিলিন্ডার নিয়ে সরাসরি হাজির হন ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি সঞ্জয় রাহার কার্যালয়ে।
advertisement
অঞ্জলি দেবীর বক্তব্য, একটা গ্যাস সিলিন্ডারের দাম হাজার টাকার উপরে। সেখানে যদি অর্ধেক জল আর অর্ধেক গ্যাস থাকে, তবে সেটা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়। চাই যেন ভবিষ্যতে আর কেউ এমন ঘটনার শিকার না হন। ঘটনার বিষয়ে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় রাহা কেন্দ্রীয় সরকারকে নিশানা করে এর দায় নিতে হবে বলেও জানান। পাশাপাশি স্থানীয় ওই গ্যাস সংস্থার সঙ্গেও কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালাবেন বলেও জানান।  তবে কীভাবে ওই গ্যাস সিলিন্ডারে জল আসলো তা খতিয়ে দেখা হচ্ছে!
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রান্নার গ্যাসে এটা কী! রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ, সিলিন্ডার নাড়াতেই যা দেখলেন বধূ! চোখ কপালে সবার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement