Howrah News: বইমেলায় আসা পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হচ্ছে উপহার, উলুবেড়িয়ায় নজিরবিহীন ঘটনা
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
উলুবেড়িয়া বইমেলায় একাধিক উদ্যোগ দারুন সাড়া ফেলেছে, এবার উলুবেড়িয়া মেলায় খুদে পড়ুয়ারা হাজির হতে মেলা কমিটি তাদের জন্য যা করল, এই দিন স্মরণীয় হয়ে থাকবে ছোটদের কাছে
হাওড়া: উলুবেড়িয়া মেলায় ঘটল নজিরবিহীন ঘটনা। খুদে পড়ুয়ারা মেলায় হাজির হতেই স্কুল পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হরল উপহার। এই প্রযুক্তির যুগে তরুণ প্রজন্ম কতটা সময় বই পড়ার জন্য ব্যয় করছে, সে বিষয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যায়। কিন্তু উলুবেড়িয়া বইমেলা তার ব্যতিক্রম। ১৮-২৫ জানুয়ারি পর্যন্ত চলা উলুবেড়িয়া বইমেলা আরও বর্ধিত করা হয়েছে, যা ‘উলুবেড়িয়া মেলা ২০২৫’ নামে চলছে। এই বর্ধিত মেলা শেষ হবে ৩১ জানুয়ারি ।
মেলায় সোনাঝুরি হাটের ব্যবসায়ীরা রকমারি জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন। বই কেনার পাশাপাশি হস্তশিল্পের সম্ভার দেখার সুযোগ পাবেন দর্শকেরা। প্রসঙ্গত, সারা রাজ্যের সব জেলায় একটিমাত্র বইমেলা হলেও হাওড়া জেলায় দু’টি বইমেলা হয় সরকারি উদ্যোগে।
বইমেলা কমিটির পক্ষ থেকে স্থানীয় স্কুল কলেজকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বিবেকানন্দ বাণী মন্দিরের ছাত্র-ছাত্রী ,শিক্ষকরা এদিন মেলায় হাজির হয়েছিলেন | তাদের হাতে উপহার স্বরূপ ফুল,বই, টিফিন তুলে দেওয়া হয়। শুধু তাদের নয় মেলায় প্রথম দিন থেকে আসা অনেক ছাত্র -ছাত্রীদের হাতে এই উপহার তুলে দেওয়া হয় বলে জানালেন উলুবেড়িয়া পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তথা উলুবেড়িয়া বইমেলা কমিটির সদস্য সন্তু পাল।
advertisement
advertisement
বইমেলায় এসে মেলা ঘুরে বিভিন্ন ধরনের বইয়ের সম্ভার দেখে, মেলা থেকে উপহার পেয়ে স্বভাবতই খুশি কচি-কাচারা। পড়ুয়াদের আমন্ত্রণের জন্য এবং তাদের এত সুন্দর করে মেলায় ঘুরে দেখানোর জন্য বইমেলা কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন বিবেকানন্দ বাণী মন্দিরের শিক্ষিকা কৃষ্ণা মিশ্র।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 29, 2025 6:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: বইমেলায় আসা পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হচ্ছে উপহার, উলুবেড়িয়ায় নজিরবিহীন ঘটনা