ঝাঁ চকচকে এসি রুম, সঙ্গে আরও কত কী! রাজ্যে নয়া বাস যাত্রীদের প্রতিক্ষালয়, দেখে মনে হবে...! জানুন কোথায়

Last Updated:

পূর্ত দফতরের উদ্যোগে ৯৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হল ঝাঁ চকচকে শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতিক্ষালয়, শুধু প্রতিক্ষালয় বললে ভুল হবে, কেননা এখানে রয়েছে শৌচালয়, পুরুষ মহিলা আলাদা আলাদা বিভিন্ন ধরনের সুবিধা।

শীততাপ নিয়ন্ত্রিত বাস যাত্রী প্রতিক্ষালয়
শীততাপ নিয়ন্ত্রিত বাস যাত্রী প্রতিক্ষালয়
সবং, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালি: দেখে মনে হবে কোনও এয়ারপোর্ট বা রেল স্টেশনে এসে পৌঁছেছেন, মনে হবে এয়ারপোর্টের বা রেলের শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতিক্ষালয়ে বিমান বা ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। কিন্তু তা নয়, যে জায়গার কথা বলছি সেটি একটি বাসস্ট্যান্ড এবং বাস যাত্রীদের প্রতিক্ষালয়। এবার ব্যাপক সুবিধাযুক্ত একটি শীততাপ নিয়ন্ত্রিত বাস যাত্রীদের প্রতিক্ষালয়ের উদ্বোধন হল রাজ্যে।
উদ্বোধনে মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া
উদ্বোধনে মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া
advertisement
পূর্ত দফতরের উদ্যোগে ৯৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হল ঝাঁ চকচকে শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতিক্ষালয়, শুধু প্রতিক্ষালয় বললে ভুল হবে, কেননা এখানে রয়েছে শৌচালয়, পুরুষ মহিলা আলাদা আলাদা বিভিন্ন ধরনের সুবিধা। আর এই শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতিক্ষালয়ে উদ্বোধন করেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। এলাকায় এমন একটি বাস যাত্রী প্রতিক্ষালয় পেয়ে খুশি বাস যাত্রীরা, মন্ত্রী ও পূর্ত দফতরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যাত্রীরা।
advertisement
পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের প্রাণকেন্দ্র হল তেমাথানি এলাকা। যে তেমাথানির ওপর দিয়ে বিভিন্ন রুটের বাস যাতায়াত করে। যেমন তেমাথানি থেকে পটাশপুর এগরা, কাঁটাখালি, নারায়নগড়, পিংলা, ডেবরা, মেদিনীপুর রুটের বাস যাতায়াত করে। এখানেই অত্যাধুনিক ওই শীততাপ নিয়ন্ত্রিত বাস যাত্রীদের প্রতিক্ষালয়ের উদ্বোধন হয়ে গেল।
advertisement
স্বাভাবিকভাবেই এমন একটি যাত্রী প্রতিক্ষালয় পাওয়ার ফলে আর তেমাথানি এলাকায় যাত্রীদের বাস ধরতে রোদ বৃষ্টি মাথায় নিয়ে অপেক্ষা করতে হবে না। প্রায় দুই বছর ধরে কাজ চলার পর অবশেষে সাধারণ যাত্রীদের জন্য তৈরি হওয়া শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতিক্ষায়লয় খুলে দেওয়া হয়। পূর্ত দফতরের উদ্যোগে ৯৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হওয়া এই যাত্রী প্রতিক্ষালয় পুজোর সময় উদ্ধোধন করেন রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। তারপর সাধারণ যাত্রীরা তা ব্যবহার করতে শুরু করেছেন। একসঙ্গে প্রায় ৩০ জনের বেশী মানুষ এই যাত্রী প্রতিক্ষালয়ে বসতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঝাঁ চকচকে এসি রুম, সঙ্গে আরও কত কী! রাজ্যে নয়া বাস যাত্রীদের প্রতিক্ষালয়, দেখে মনে হবে...! জানুন কোথায়
Next Article
advertisement
৪৮ বছরে প্রথম ভারতীয় 'মিসেস ইউনিভার্স ২০২৫'! বাকিদেরও স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছেন 'শেরি সিং'
৪৮ বছরে প্রথম ভারতীয় 'মিসেস ইউনিভার্স ২০২৫'! বাকিদেরও স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছেন শেরি
  • ৪৮ বছরে প্রথম ভারতীয় হিসেবে শেরি সিং মিসেস ইউনিভার্স ২০২৫-এর মুকুট জিতেছেন.

  • শেরি সিং ১২০ জনেরও বেশি নারীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সম্মান অর্জন করেছেন.

  • শেরি সিং-এর ঐতিহাসিক জয় ভারতকে গর্বিত করেছে এবং নারীদের জন্য নতুন মানদণ্ড স্থাপন করেছে.

VIEW MORE
advertisement
advertisement