West Medinipur News: স্কুলভর্তি পড়ুয়া, ছুটির ঠিক আগেই লাগল আগুন! মাল্টি-জিম থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া, হুলস্থুল কাণ্ড
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
West Medinipur News: মেদিনীপুরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগে আগুন। স্কুল ক্যাম্পাসের ভেতরে থাকা মাল্টি জিমে আগুনে আতঙ্ক।
পশ্চিম মেদিনীপুর, শোভন দাস: মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগে আগুন। স্কুল ক্যাম্পাসের ভেতরে থাকা মাল্টি জিমে হঠাৎই মঙ্গলবার বিকেলে আগুন লেগে যায়। স্কুল ছুটির ঠিক আগেই আগুন লাগায় বিদ্যালয়ের প্রাঙ্গণে ছাত্ররা থাকার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুন সামনে আসতেই খবর দেওয়া দমকলে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। স্কুলে আগুন লাগলেও খুব বড় অঘটন সামনে আসেনি। তবে বড় বিপদের আশঙ্কা একেবারে উড়িয়ে দিতে পারেননি কেউই। সকলেই বলছেন, আগুন যথাসময়ে চোখে না পড়লে বড় ক্ষতি হতে পারত। ছোট ছোট পড়ুয়ারা বড় বিপদের মুখোমুখি হত।
advertisement
advertisement
যদিও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। তবে শিক্ষক ও দমকল কর্মীদের তৎপরতায় কোন হতাহতের ঘটনা হয়নি। যদিও মাল্টি জিমের রুমে থাকা সরকারি স্কুল ব্যাগ ও বেশকিছু স্কুল ইউনিফর্ম আগুনে পুড়েছে বলে জানা গিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, বিদ্যালয়ে আর কী কী ক্ষতি হয়েছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
এই অঘ্নিকাণ্ডের ফলে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুল ছুটির ঠিক আগে ক্যাম্পাসে আগুন লাগার কারণে চিন্তিত হয়ে পড়েন অনেকে। পাশাপাশি, পড়ুয়াদের মধ্যেও হুড়োহুড়ি পড়ে যায়। তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু সকলের যুদ্ধকালীন তৎপরতার জেরে বড় বিপদ এড়ানো গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
December 09, 2025 10:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: স্কুলভর্তি পড়ুয়া, ছুটির ঠিক আগেই লাগল আগুন! মাল্টি-জিম থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া, হুলস্থুল কাণ্ড









