West Menidipur News: সাদা পাতা নয়, ছবি আঁকার জন্য শিক্ষকের পছন্দ কালোজিরে, মুসুর ডাল! ইউটিউব দেখেই হাতেখড়ি
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
West Menidipur News: শিক্ষকতার অবসরে তিনি ছবি আঁকেন। কালোজিরে, মসুর ডাল, পাতা সহ বিভিন্ন জিনিস দিয়ে ফুটিয়ে তোলেন পোট্রেট থেকে বিভিন্ন বিমুর্ত ছবি।
মেদিনীপুর, রঞ্জন চন্দ: পেশায় তিনি একজন শিক্ষক। তার কাজ ছাত্র পড়ানো। তবে শিক্ষকতার পাশাপাশি তার এক অদ্ভুত নেশা। সাদা কাগজ, রং-তুলি, পেন্সিল-রবার প্রয়োজন নেই, হাতের সামনে যা পাবেন তাই দিয়ে ফুটিয়ে তোলেন নানা ছবি। মশলা, সবজি, ডাল, গাছের পাতা কিছুই বাদ দেন না তিনি। ধীরে ধীরে সাজিয়ে তুলে বিভিন্ন ছবি ফুটিয়ে তুলেছেন তিনি। ছোটবেলায় মাস তিনেক শিখেছেন ছবি আঁকা। তবে শিক্ষকতার অবসরে তিনি তার প্রতিভার প্রকাশ ঘটান।
কখনও কালোজিরে, মসুর ডাল, পাতা, বিভিন্ন শাকসবজি, এমনকি বিদ্যালয়ে চক দিয়ে বিভিন্ন ধরনের মনীষীর ছবি ফুটিয়ে তুলেছেন। আর এতে যেন মানসিক শান্তি পান এই শিক্ষক। বাড়ি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে হলেও শিক্ষকতার সুবাদে তিনি থাকেন মেদিনীপুরে। মেদিনীপুর শহর সংলগ্ন একটি মাদ্রাসা বিদ্যালয়ের শিক্ষক নরসিংহ দাস। মূলত ২০১৯ সাল থেকে অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও দেখে বিমুর্ত শিল্প কলার প্রতি আগ্রহ বাড়ে। রং তুলি, পেন্সিল দিয়ে নয় হাতের সামনে যা জিনিসই পান তা দিয়েই তৈরি করেন নানা ছবি।
advertisement
আরও পড়ুন : লটারিতে রাতারাতি কোটিপতি! মাত্র ১৪০ টাকায় ঘুরে গেল ভাগ্যের খেলা, ভয়ে থানায় গিয়ে আশ্রয়
রবীন্দ্রনাথ থেকে শরৎচন্দ্র, বলিউড কিংবা টলিউডের বিভিন্ন কিংবদন্তিদের মুখাবয়ব এঁকেছেন সামান্য এই সকল জিনিস দিয়ে। ২০১৯ সাল থেকে বিভিন্ন জিনিস দিয়ে শুরু তার ছবি আঁকা। করোনার সময় বিদ্যালয়ে বন্ধ থাকার কারণে বাড়িতেই বিভিন্ন ধরনের ছবি ফুটিয়ে তুলে তিনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন। সোশ্যাল মিডিয়াতে মানুষজনের প্রশংসা তাকে আরও বেশি করে সাহস জুগিয়েছে। কখনও লেবুর ওপর পৃথিবীর ম্যাপ, কখনও আবার লোহা লক্কড় দিয়ে তৈরি করেছেন নানা ছবি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চক, পেঁয়াজকলি কিছুই বাদ দেননি তিনি। নিজের জেদ এবং ইচ্ছে ,আর মানুষের প্রশংসা তার অনুপ্রেরণা। শিক্ষকতার পর অবসর পেলে তিনি ছবি আঁকেন। বিভিন্ন জিনিস দিয়ে ফুটিয়ে তোলেন পোট্রেট থেকে বিভিন্ন বিমুর্ত ছবি। কখনও বিদ্যালয়ের পড়ুয়াদের তিনি শিখিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় আপলোড শুধু নয়, বিভিন্ন জায়গায় তিনি তা এই শিল্পকলার প্রদর্শন করেছেন। তবে শিক্ষকের এই ভাবনা এবং শিল্পকলায় এই নতুনত্ব অবাক করেছে সকলকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Dec 03, 2025 2:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Menidipur News: সাদা পাতা নয়, ছবি আঁকার জন্য শিক্ষকের পছন্দ কালোজিরে, মুসুর ডাল! ইউটিউব দেখেই হাতেখড়ি









