Lottery Result: লটারিতে রাতারাতি কোটিপতি! মাত্র ১৪০ টাকায় ঘুরে গেল ভাগ্যের খেলা, ভয়ে থানায় গিয়ে আশ্রয়

Last Updated:

North 24 Parganas Lottery Result: ভাগ্য পরীক্ষা করতে ১৪০ টাকার লটারির টিকিট কেটেছিলেন। তাতেই বদলে গেল ভাগ্য। কোটি টাকা জিতলেন বাগদার অমিত ঘোষ।

লটারি জয়ী অমিত ঘোষ
লটারি জয়ী অমিত ঘোষ
বনগাঁ, উত্তর ২৪ পরগণা, অনিরুদ্ধ কির্তনীয়া: ভাগ্য পরীক্ষা করতে ১৪০ টাকার লটারির টিকিট কেটেছিলেন। তাতেই বদলে গেল ভাগ্য। কোটি টাকা জিতলেন বাগদার অমিত ঘোষ। কিন্তু বিপুল টাকা হাতে পেয়েও শান্তি নেই। নিরাপত্তার জন্য বাগদা থানায় আশ্রয় নিতে ছুটলেন অমিতবাবু।
উত্তর ২৪ পরগনার বাগদার সন্তোষা কলোনীর বাসিন্দা অমিত ঘোষ। তিনি কলকাতায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। মঙ্গলবার বিকেলে বাড়িতে ফেরার সময় দমদম ক্যান্টনমেন্ট থেকে ভাগ্য পরীক্ষার জন্য টিকিট কেটেছিলেন। সন্ধ্যা ৬ টার খেলার ১৪০ টাকার লটারির টিকিট কেটেছিলেন তিনি। বাড়িতে ফিরে লটারি রেজাল্ট পরীক্ষা করে চক্ষু চড়ক গাছ হয়ে যায় ওই ব্যক্তির।
advertisement
আরও পড়ুন : নিজে হাঁটতে পারেন না, অথচ তিনিই পথপ্রদর্শক! বিশেষভাবে সক্ষম শিক্ষক বদলে দিচ্ছেন বহু শিশুর জীবন 
বাগদার অমিতবাবু জানতে পারেন টিকিটের প্রথম পুরস্কার ১ কোটি টাকা জিতেছেন তিনি। খুশিতে আত্মহারা হয়ে যান। কিন্তু বিপুল টাকা জিতে শুরু হয় নতুন চিন্তা। নিরাপত্তার অভাববোধ করতে শুরু করেন। তারপর সকাল হতেই নিরাপত্তার জন্য বাগদা থানার পুলিশের দারস্ত হয় অমিত ঘোষ।
advertisement
advertisement
আরও পড়ুন : নাম ভাঁড়িয়ে জাল লটারির বিশাল কারবার! গোপন ছাপাখানা দেখে অবাক পুলিশ, শেষে জালিয়াতির পর্দাফাঁস
উল্লেখ্য, ছোটবেলাতেই মায়ের মৃত্যু হয়েছে অমিত ঘোষের। তারপর থেকে তাঁকে মামা বড় করেছেন। কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন তিনি। এখনও স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন। লটারিতে পাওয়া কোটি টাকা দিয়ে একটি বাড়ি তৈরি করবেন বলে ইচ্ছাপ্রকাশ করেছেন। এই টাকায় আগামীতে ভালভাবে দিন কাটাতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন। অন্যদিকে, তাঁর মামা তাপস ঘোষ জানিয়েছেন, ভগবান ওঁর মুখ তুলে চেয়েছে। আগামীতে ভাল থাকুক সেটাই চাই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery Result: লটারিতে রাতারাতি কোটিপতি! মাত্র ১৪০ টাকায় ঘুরে গেল ভাগ্যের খেলা, ভয়ে থানায় গিয়ে আশ্রয়
Next Article
advertisement
West Bengal Weather Update: ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
  • ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে

  • কতটা নামবে পারদ?

  • সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
advertisement