রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার, পিংলার মহিলা শিল্পীর আকাশছোঁয়া সাফল্য চমকে দেবে!

Last Updated:

West Medinipur News: মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসা, তাদের স্বনির্ভরতা এবং নারী শক্তি বিকাশের কথা বলেছেন পটচিত্রশিল্পী রূপবান। তবে প্রত্যন্ত গ্রাম থেকে গিয়ে রাষ্ট্রপতির হাত থেকে সম্মান মেলায় খুশির হাওয়া এলাকায়। 

+
রাষ্ট্রপতির

রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ

পিংলা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের পিংলা পরিচিত পটচিত্রশিল্পীদের জন্য। বংশপরম্পরায় এই ব্লকের নয়া গ্রামে বসবাস শিল্পীদের। সকাল থেকে বিভিন্ন ভেষজ রঙ নিয়ে কাগজের উপর ফুটিয়ে তুলেন বিভিন্ন চিত্র। শুধু তাই নয়, তার সঙ্গে গানও বাঁধেন তারা। তবে মাতৃ শক্তি বিকাশ ও সম্ভাবনাকে ফুটিয়ে তুলেছেন নয়ারই এক পটচিত্রশিল্পী রূপবান চিত্রকর। আর এর ফলস্বরূপ মিলেছে রাষ্ট্রপতির হাত থেকে সম্মান।
২০২৪ রাষ্ট্রীয় হস্তশিল্প পুরস্কার পেয়েছেন রূপবান। রাষ্ট্রপতি হাত থেকে পুরস্কার পাওয়ায় খুশির হাওয়া নয়া জুড়ে। বাংলা থেকেই একজন পেয়েছেন এই পুরস্কার। ২০২৩ এবং ২০২৪ এ কৃতিদের হাতে পুরস্কার তুলে দেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দিল্লিতে গিয়ে সেই পুরস্কার নিয়েছেন তিনি।
advertisement
advertisement
পিংলার নয়া গ্রামের ঘরে ঘরেই আছে প্রতিদিন সকাল থেকে চলে ছবি আঁকার কাজ। কখনও ধর্মীয় কখনও আবার সচেতনতামূলক ছবি আঁকেন তারা। ছবির সঙ্গে সামঞ্জস্য রেখে গানও তৈরি করেন। এককালে এই ছবি এঁকে বাড়িতে ভিক্ষাবৃত্তি ছিল তাদের আয়- রোজগারের উৎস। তবে বর্তমান দিনে শুধু ভিক্ষাবৃত্তি নয়, এই পট শিল্প আজ বিশ্ব ক্ষেত্রে সমাদৃত।
advertisement
পটচিত্রের জন্য এলাকায় এসেছে রাষ্ট্রপতির থেকে সম্মান। এলাকারই তিনজন শিল্পী পেয়েছেন রাষ্ট্রপতির হাত থেকে বিশেষ সম্মান। সম্প্রতি দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে এলাকার মহিলা পট চিত্রশিল্পী রূপবান চিত্রকর এর হাতে সম্মান তুলে দেন রাষ্ট্রপতি।
advertisement
রূপবান নিজের বাড়িতে প্রতিদিনই পট আঁকেন। বাড়িকে গড়ে তুলেছেন এক শিল্পশালা। তিনি এঁকেছেন চন্ডীমঙ্গল, অংশ নিয়েছিলেন বিশেষ এক প্রতিযোগিতায়। মহিলাদের উৎসাহিত করা, নারী শক্তিকে সামনে রেখে তার এই পটচিত্র অংকন এবং গান পরিবেশন। আর এই ছবির সম্মান স্বরূপ মিলেছে জাতীয় পুরস্কার। ২০২৪ জাতীয় হস্তশিল্প পুরস্কার পেয়েছেন রূপবান। বাড়ি ফিরতেই খুশির আমেজ।
advertisement
তবে মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসা, তাঁদের স্বনির্ভরতা এবং নারী শক্তি বিকাশের কথা বলেছেন পটচিত্রশিল্পী রূপবান। তবে প্রত্যন্ত গ্রাম থেকে গিয়ে রাষ্ট্রপতির হাত থেকে সম্মান মেলায় খুশির হাওয়া এলাকায়। এই সম্মান পট চিত্রশিল্পীদের আরও বেশি করে উদ্বুদ্ধ করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার, পিংলার মহিলা শিল্পীর আকাশছোঁয়া সাফল্য চমকে দেবে!
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement