West Medinipur News: কনকনে ঠান্ডায় চলন্ত ট্রেনে মর্মান্তিক ঘটনা! মেদিনীপুরে উদ্ধার যাত্রীর নিথর দেহ
- Published by:Madhab Das
- local18
Last Updated:
West Medinipur News: চলন্ত ট্রেন থেকে এক যাত্রীর নিথর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল শুক্রবার। ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই অনুমান করছেন, হয়তো কনকনে ঠান্ডার কারণেই ওই যাত্রার মৃত্যু হয়ে থাকতে পারে। ঠিক কী ঘটেছিল চলুন জেনে নেওয়া যাক।
শোভন দাস, পশ্চিম মেদিনীপুর: চলন্ত ট্রেন থেকে এক যাত্রীর নিথর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল শুক্রবার। ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই অনুমান করছেন, হয়তো কনকনে ঠান্ডার কারণেই ওই যাত্রার মৃত্যু হয়ে থাকতে পারে। ঠিক কী ঘটেছিল চলুন জেনে নেওয়া যাক।
হাওড়াগামী রানী শিরোমণি এক্সপ্রেস ট্রেন থেকে শুক্রবার উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ মেদিনীপুর স্টেশনে ট্রেনটি ঢোকার পর ট্রেনের যাত্রীরাই আরপিএফকে খবর দেয় যে কামরার মধ্যে এক ব্যক্তি সিটের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। খবর পেয়েই তড়িঘড়ি ওই কামরায় পৌঁছয় আরপিএফ ও জিআরপি কর্মীরা। তারা এসে ওই ব্যক্তিকে নামান। পরে মেডিক্যাল টিম এসে পর্যবেক্ষণ করে জানিয়ে দেয় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
advertisement
advertisement
যাত্রীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর মৃতদেহ ময়নতদন্তের জন্য পাঠানো হয় পশ্চিম মেদিনীপুরের খড়গপুর মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম মাল্লাপ্পা। তিনি কর্নাটকের ইয়াদগীর জেলার বাসিন্দা। ওই ব্যক্তির কাছে থাকা আধার কার্ড দেখেই তার নাম পরিচয় জানা গেছে। ঘটনার পর রেলের তরফে মৃত ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে। রেলের তরফে তাদের নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তির পরিবারের খোঁজ পেলে দেহে তাদের হাতে তুলে দেওয়া হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যাত্রীদের অনেকেই মাত্রারিক্ত ঠান্ডার কারণে ওই যাত্রীর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হলেও মৃত্যুর সঠিক কারণ অবশ্য এখনও পরিষ্কার নয়। ময়নাতদন্তের পরেই তা পরিষ্কার হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Jan 09, 2026 12:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: কনকনে ঠান্ডায় চলন্ত ট্রেনে মর্মান্তিক ঘটনা! মেদিনীপুরে উদ্ধার যাত্রীর নিথর দেহ







