West Medinipur News: ৯০-এর বৃদ্ধা আজও তরুণ তুর্কি, তাঁর হাতের কাজ দেখে চোখ কপালে উঠবে
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
বাড়িতে একাই থাকেন তিনি, সারাটা দিন কাটে সুচ-সুতো আর বইয়ের সঙ্গে
পশ্চিম মেদিনীপুর: বাড়ছে বয়স, কমছে দৃষ্টিশক্তি, চোখে-মুখে বয়সের ছাপ স্পষ্ট! কিন্তু বয়স বাড়লেও মনের জোরে তরুণ তুর্কিকেও হার মানাবেন তিনি। বয়স ৮৭ পেরিয়েছে। তবু এখনও সুচ- সুতো দিয়ে কাপড়ে ফুটিয়ে তোলেন নানা নকশা। বয়সের ভার দমাতে পারেনি অশীতিপর বৃদ্ধাকে। তাঁর হাতের কাজ এবং শিল্পের নিপুণতা মুগ্ধ করবে।
সুচ-সুতো কিংবা উল দিয়ে তিনি ফুটিয়ে তুলতে পারেন নানা ডিজাইন। ইদানিং হারিয়ে যাচ্ছে নকশিকাঁথা কিংবা কাঁথাস্টিচ। কিন্তু বৃদ্ধার হাতে আজও সমান সবলীল সুচ-সুতো। কাঁথা, কাপড় কিংবা জামার উপর ফুটিয়ে তুলেছেন নানা শিল্প।
বয়স তখন সবে ১০। বাড়ির বড়দের থেকে শিখেছেন সুচ-সুতো, উলের কাজ। এর পর নিজের জেদ এবং বইয়ের সাহায্যে তিনি শিখেছেন সেলাইয়ের নানা কৌশল। তিনি আরতি পৈড়্যা। দাঁতন দুই নম্বর ব্লকের জেনকাপুরের বাসিন্দা। আজও, এই বয়সেও অনায়াসে বানিয়ে চলেছেন উলের মোজা, সোয়েটার, বেডশিট।
advertisement
advertisement
আরতী দেবীর দুই ছেলে এবং তিন মেয়ে। ছেলেরা বর্তমানে কর্মসূত্রে কলকাতায় থাকেন, মেয়েদের বিয়ে হয়েছে। বাড়িতে একাই থাকেন তিনি। আরতী দেবী দু’বার পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পুঁথিগত বিদ্যা তেমন নেই, কিন্তু বই পড়ার প্রতি অসামান্য ঝোঁক। বাড়িতে বইয়ের রাশি। সারাটা দিন কাটে সেলাই করে আর বই পড়ে।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2025 1:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ৯০-এর বৃদ্ধা আজও তরুণ তুর্কি, তাঁর হাতের কাজ দেখে চোখ কপালে উঠবে