West Medinipur News: ৯০-এর বৃদ্ধা আজও তরুণ তুর্কি, তাঁর হাতের কাজ দেখে চোখ কপালে উঠবে

Last Updated:

বাড়িতে একাই থাকেন তিনি, সারাটা দিন কাটে সুচ-সুতো আর বইয়ের সঙ্গে

+
বৃদ্ধার

বৃদ্ধার ক্রিয়েটিভিটি 

পশ্চিম মেদিনীপুর: বাড়ছে বয়স, কমছে দৃষ্টিশক্তি, চোখে-মুখে বয়সের ছাপ স্পষ্ট! কিন্তু বয়স বাড়লেও মনের জোরে তরুণ তুর্কিকেও হার মানাবেন তিনি।  বয়স ৮৭ পেরিয়েছে। তবু এখনও সুচ- সুতো দিয়ে কাপড়ে ফুটিয়ে তোলেন নানা নকশা। বয়সের ভার দমাতে পারেনি অশীতিপর বৃদ্ধাকে। তাঁর হাতের কাজ এবং শিল্পের নিপুণতা মুগ্ধ করবে।
সুচ-সুতো কিংবা উল দিয়ে তিনি ফুটিয়ে তুলতে পারেন নানা ডিজাইন। ইদানিং হারিয়ে যাচ্ছে নকশিকাঁথা কিংবা কাঁথাস্টিচ। কিন্তু বৃদ্ধার হাতে আজও সমান সবলীল সুচ-সুতো।  কাঁথা, কাপড় কিংবা জামার উপর ফুটিয়ে তুলেছেন নানা শিল্প।
বয়স তখন সবে ১০। বাড়ির বড়দের থেকে শিখেছেন সুচ-সুতো, উলের কাজ। এর পর নিজের জেদ এবং বইয়ের সাহায্যে তিনি শিখেছেন সেলাইয়ের নানা কৌশল। তিনি আরতি পৈড়্যা। দাঁতন দুই নম্বর ব্লকের জেনকাপুরের বাসিন্দা। আজও, এই বয়সেও অনায়াসে বানিয়ে চলেছেন উলের মোজা, সোয়েটার, বেডশিট।
advertisement
advertisement
আরতী দেবীর দুই ছেলে এবং তিন মেয়ে। ছেলেরা বর্তমানে কর্মসূত্রে কলকাতায় থাকেন, মেয়েদের বিয়ে হয়েছে। বাড়িতে একাই থাকেন তিনি। আরতী দেবী দু’বার পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পুঁথিগত বিদ্যা তেমন নেই, কিন্তু বই পড়ার প্রতি অসামান্য ঝোঁক। বাড়িতে বইয়ের রাশি। সারাটা দিন কাটে সেলাই করে আর বই পড়ে।
রঞ্জন চন্দ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ৯০-এর বৃদ্ধা আজও তরুণ তুর্কি, তাঁর হাতের কাজ দেখে চোখ কপালে উঠবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement