West Medinipur News: হয়নি ছেলের বিয়ের বয়স, মেয়েও নাবালিকা, বিয়ের আগে দিন বাড়িতে পুলিশ, হুলুস্থুল
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
বিয়ের সব তোড়জোড় শেষ, সানাই বাজার আগে বাড়িতে পুলিশ, দিতে হল মুচলেখা, আপাতত বন্ধ বিয়ে। জঙ্গলমহলে চাঞ্চল্যকর ঘটনা।
পশ্চিম মেদিনীপুর: ছেলের বিয়ের বয়স হয়নি, মেয়েও প্রাপ্তবয়স্ক নয়। তাও বাড়িতে চলছিল বিয়ের তোড়জোড় । সোমবারই বিয়ে হওয়ার কথা ছিল দু’জনের। কিন্তু তার আগেই বাড়িতে হাজির হল পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। গ্রামীণ এলাকায় হৈচৈ। বিয়ে বাড়ির অনুষ্ঠানে যেখানে আত্মীয়- পরিজনদের আসার কথা, সেখানে সদলবলে হাজির হল পুলিশ। চাঞ্চল্য এলাকায়। পুলিশ প্রশাসন আসার পর থমকে যায় এত আয়োজন। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত আপাতত বিয়ে বন্ধ বর ও কনের।
সোমবার বিয়ের সানাই বাজত নাবালিকার। সমস্ত আয়োজনও শেষ। হয়ে গিয়েছে বাজার-হাট। আত্মীয় পরিজনরাও বাড়িতে আসতে শুরু করেছিল। তার আগেই নাবালিকার বিয়ে আটকাল পুলিশ- প্রশাসন।
পুলিশ ও ব্লক প্রশাসন সূত্রে খবর, সোমবার ১৭ বছর বয়সি দশম শ্রেণীতে পাঠরতা এক নাবালিকার বিয়ের খবর পেয়ে তারা তার বাড়িতে যান। সেখানে দেখেন, বিয়ের আয়োজন চলছে। ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানা এলাকার এক কুড়ি বছর বয়সি যুবকের সঙ্গে বিয়ে পাকা হয়েছে। পুলিশ প্রশাসন সেই বিয়ে আটকে দেয়। নাবালিকার পরিবারের কাছ থেকে মুচলেখা লিখিয়ে নেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলি কাদরি বলেন, “বিভিন্ন এলাকায় সচেতনতার প্রচার করা হচ্ছে। মানুষের সচেতনতার অভাবে নাবালিকার বিয়ে দিচ্ছে, যা আইনবিরুদ্ধ।”
advertisement
advertisement
পুলিশ প্রশাসন জানাচ্ছে, যার সঙ্গে নাবালিকার বিয়ে ঠিক হয়েছিল, তারও বিয়ের বয়স হয়নি। মেয়েটি রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পায়। তার পরেও এমন ঘটনা। সচেতন করা হয়েছে। নাবালিকার পরিবার এদিন অঙ্গীকার করে যে মেয়ের ১৮বছরের নীচে বিয়ে দেবেন না। তবে তাদের দাবি, ছেলেটির সঙ্গে মেয়ের প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল। মেয়ের চাপে পড়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছিল তাদের। পুলিশ ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে নাবালিকা ও যুবকের পরিবারকে বিষয়টি নিয়ে সচেতন করা হয়েছে।
advertisement
জেলাশাসক বলেন, “রাজ্য সরকারের একাধিক সুযোগ-সুবিধা রয়েছে। এলাকায় আরও সচেতনতা বাড়ানো হবে।”
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2025 3:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: হয়নি ছেলের বিয়ের বয়স, মেয়েও নাবালিকা, বিয়ের আগে দিন বাড়িতে পুলিশ, হুলুস্থুল