West Medinipur News: এই লড়াইয়ের খেলায় নেই রক্তক্ষয়, এ কেমন খেলা, জানলে অবাক হবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
এই খেলায় নেই রক্তক্ষয়, লড়াই হলেও এই খেলায় মেলে আনন্দ ।
ঝাড়গ্রাম: গ্রাম বাংলায় মোরগ লড়াই তো দেখেছেন, কিন্তু দেখেছেন কি নারকেল লড়াই। হ্যাঁ ঠিকই শুনছেন! দুটি নারকেলের মধ্যে লড়াইয়ের মধ্যে দিয়ে আনন্দে মেতে উঠেন গ্রামের মানুষ। প্রাচীন রীতির মধ্যে অন্যতম এই খেলা। নেই প্রাণহানির আশঙ্কা, নেই জীব হত্যাও। প্রাচীন রীতি মেনে বেশ কয়েকশ বছরের পুরানো এই নারকেল লড়াই। মোরগ লড়াইয়ের মত একইভাবে নারকেল লড়াইয়ে মাতেন সকলে। ঝাড়গ্রামের বেশ কিছু গ্রামে এখনও বেশ কয়েকশ বছরের পুরানো এই রীতিকে টিকিয়ে রেখেছেন গ্রামের মানুষ।
পায়ে ছুরি বেঁধে মোরগে মোরগে লড়াই বিভিন্ন জায়গায় আয়োজিত হয়। কিন্তু জঙ্গলমহল ঝাড়্গ্রামের বেশকিছু গ্রামে এখনও ধারাবাহিকতা বজায় রেখেছে নারকেল লড়াই। আড়ে বহরে কিছুটা কমলেও মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন গ্রামের মানুষ এই নারকেল লড়াইয়ের মধ্য দিয়ে আনন্দ উৎসব পালন করেন।
advertisement
advertisement
প্রসঙ্গত অন্যান্য উৎসব-অনুষ্ঠানের মত জঙ্গলমহলের অন্যতম উৎসব পৌষ পার্বণ। এই পৌষ পার্বণের দিন নারকেলে নারকেলে লড়াই হয়। কীভাবে খেলা হয় জানলে অবাক হবেন। গ্রামের মানুষ প্রত্যেকে একটি কিংবা দুটি করে নারকেল আনেন। এরপর দুটি নারকেল দিয়ে জুটি তৈরি করা হয়। দুই প্রান্তে থাকা দুইজন একে অপরের দিকে নারকেল ছুঁড়তে থাকেন। মাঝ বরাবর দুটি নারকেল ধাক্কা লেগে একে অপরের আঘাতে একটি ফেটে যায়। যেই নারকেল ফেটে যায় সেই নারকেল পরাজিত। এভাবে যেটি সবচেয়ে বেশিক্ষণটিকে থাকে সেই জয়ী হয়।
advertisement
পৌষ সংক্রান্তির দিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের জুনশোলা গ্রামে আয়োজিত হয় নারকেল লড়াই। প্রাচীন রীতি মেনে প্রায় শতাধিক প্রতিযোগী জড়োহয়েছিল এই খেলায়। লড়াই তবুও নেই রক্তক্ষয়, দুটি ফলের লড়াইয়ে বেশ আনন্দে মেতে উঠেন আট থেকে আশি সকলে।
advertisement
—- রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2024 4:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: এই লড়াইয়ের খেলায় নেই রক্তক্ষয়, এ কেমন খেলা, জানলে অবাক হবেন