West Medinipur News: কালভার্টের নীচে জলে ভাসছিল পরিচিত মুখ, কৃষকের দেহ দেখেই 'থ' স্থানীয় বাসিন্দারা! ঘাটালে তোলপাড়
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
West Medinipur News: কার্লভাটের নিচে থেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘাটাল থানার নিজ মনশুকায় দেহটি উদ্ধার হয়েছে।
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তী: কার্লভাটের নিচে থেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘাটাল থানার নিজ মনশুকায় দেহটি উদ্ধার হয়েছে। যে ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছডিয়েছে। জানা গিয়েছে, এলাকাবাসীরা প্রথমে দেহটি পড়ে থাকতে দেখেন।
স্থানীয়রা দেখতে পান, কার্লভাটের নিচে জলে একটি মৃতদেহ ভাসছে। ঘটনা জানাজানি হতেই সেখানে ভিড় জমান এলাকার মানুষজন। দেরি না করে খবর দেওয়া হয় ঘাটাল থানায়। ঘাটাল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যে উদ্ধার হওয়া দেহটির নাম পরিচয় জানা গিয়েছে ববেও খবর।
আরও পড়ুন: হাতি দেখতে গিয়ে বিপত্তি, কুয়াশার মধ্যে তেড়ে এল গজরাজ! হঠাৎ হানায় জখম যুবক, এলাকায় আতঙ্ক
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম নারায়ন হাজরা। পেশায় একজন কৃষক। তিনি ঘাটাল এলাকার রামচকের বাসিন্দা। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, কীভাবে দেহটি ভেসে এল, সেবিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও তথ্য পাওয়া যানি। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটির ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি কী কারণে ওই মৃত্যু হল, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন: বর্ষবিদায়ের আগে দিঘায় উপচে পড়ছে পর্যটকদের ভিড়! সংখ্যা শুনলে চোখ কপালে উঠবে, বুকিং ছাড়া হোটেল মেলা এখন দায়
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এছাড়াও দেহ উদ্ধারের ঘটনায় কিছুটা আতঙ্কেও রয়েছেন স্থানীয়রা। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে এই খবর পাওয়ার থেকেই মৃতের আত্মীয়-স্বজনরা কিছুটা ভেঙে পড়েছেন। তাঁরা ঘটনর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Dec 22, 2025 1:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: কালভার্টের নীচে জলে ভাসছিল পরিচিত মুখ, কৃষকের দেহ দেখেই 'থ' স্থানীয় বাসিন্দারা! ঘাটালে তোলপাড়







