West Medinipur News: ৬ বছরের মেয়ের মাসে মাসে রোজগার লক্ষ টাকা! কী ভাবে...? জানলে আকাশ থেকে পড়বেন! রোজগারের দুর্দান্ত পথ দেখাল মেদিনীপুরের রাইকিশোরী!
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Medinipur News: সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ভাইরাল মেদিনীপুর শহরের ছোট্ট এক মেয়ে, রিলস বানিয়ে রিয়েল লাইফে হাজার হাজার টাকা রোজগার তার।
পশ্চিম মেদিনীপুর: বয়স মাত্র ছয় বছর। এই বয়সে মাসিক রোজগার হাজার হাজার টাকা? ছোট্ট এক খুদের এত আয় রোজগার শুনে চমকে যাচ্ছেন? চমকানোর কিছুই নেই, মেদিনীপুর শহরের ছোট্ট এই একরত্তি মেয়ে এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল গার্ল। আর যা থেকে মিলছে হাজার হাজার টাকা। বিভিন্ন গানের সঙ্গে রিলস বানিয়ে লক্ষ লক্ষ ফলোয়ার নিয়ে মাসে মাসে মোটা টাকা রোজগার হচ্ছে জঙ্গলমহলের এই খুদে রাইকিশোরীর। তার এই অভিনয় দক্ষতা এবং অল্প বয়সে সোশ্যাল মিডিয়া থেকে এই আয় রোজগারে খুশি বাড়ির সকলে।
যুগের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে সোশ্যাল মিডিয়ার চাহিদা। সোশ্যাল মিডিয়ায় বড় বড় ভিডিওর জায়গায় স্থান পেয়েছে ছোট্ট রিলস। খুব অল্প বয়স থেকে সেই রিল বানিয়ে রিয়েল লাইফে হাজার হাজার টাকা উপার্জন করছে এক খুদে। জঙ্গলমহলের বছর ছয়ের রাই রীতিমত ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে। এখন সকলের কাছে ভাইরাল গার্ল। এক বছরে তার ফলোয়ারসের সংখ্যা বেশ কয়েক লক্ষ।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়াতে রিলসের দৌলতে তার ঝুলিতে একের পর এক অ্যাওয়ার্ড, সিলভার প্লে বাটনও। বাবার হাত ধরে আগামীতে বড় গায়িকা হওয়ার ইচ্ছে জঙ্গলমহলের এই ছোট্ট একরত্তির। সোশ্যাল মিডিয়া জুড়ে তাকে সবাই চেনে রাই কিশোরী নামে। সোশ্যাল মিডিয়া খুললে ভেসে ওঠে বাবা ও মেয়ের। বাবা এবং মেয়ে রিলস বানিয়ে এখন রীতিমত জঙ্গলমহল জুড়ে নাম কামিয়েছে। ছোট্ট রাইকিশোরী আসল নাম আরাধ্যা ঘোষাল। বাবা শিবু ঘোষাল একজন ব্যবসায়ী। তবে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হওয়ার কারণে এখন মাসে আয় রোজগার প্রায় ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা।
advertisement
মেয়েকে নিয়ে গর্বিত তার বাবা। মেদিনীপুর শহরের তোড়াপাড়া এলাকার ছোট্ট পরিবারে বাস রাই কিশোরীর। বাবা শিবু ঘোষাল এবং মা অপর্ণা ঘোষালের এক ছেলে এবং রাইকিশোরী মেয়েকে নিয়ে ছোট্ট সংসার। অবসর সময়ে মেয়েকে নিয়ে রিলস বানায় বাবা। আর রীতিমত দিন দিন ভাইরাল হয়ে উঠছে এই বাবা-মেয়ের জুটি। এই রাই একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। বাবার রিলস বানানো দেখে সেই নেশায় নেমে পড়ে মেয়ে। মেয়ের সঙ্গে রিলস বানিয়ে দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান তারা। এখন জেলা জুড়ে নয়, পরিচিত মুখ রাইকিশোরী। গানের প্রতি ঝোঁক তার। এই বয়সে বিভিন্ন ফ্যাশন শো, গানের অনুষ্ঠানে মিলেছে পুরস্কার।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 19, 2024 8:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ৬ বছরের মেয়ের মাসে মাসে রোজগার লক্ষ টাকা! কী ভাবে...? জানলে আকাশ থেকে পড়বেন! রোজগারের দুর্দান্ত পথ দেখাল মেদিনীপুরের রাইকিশোরী!








