Snake Bite: ৫ মিনিটে ছাড়ায় বিষধর সাপের 'বিষ'...! কোন 'গাছ' বলুন তো? চমকে দেবে নাম, শিওর!

Last Updated:
Snake Bite: যদি কোনও সাপ আপনাকে জেনে বা অজান্তে কামড়ায়, তবে অবিলম্বে কিন্তু আপনাকে বাঁচাতে পারে আমাদের হাতের কাছেই থাকা একটি চেনা উদ্ভিদ। শুধু সাপের বিষেই নয়, যে কোনও বিষাক্ত প্রাণীর বিষ ছাড়াতেই ম্যাজিকের মতো কাজ করে এই আয়ুর্বেদিক টোটকা।
1/16
সাপ দেখলেই আমরা শিউরে উঠি। কারণ এই সরীসৃপের বিষয়ে প্রতিবছর বহু মানুষের জীবনে বড় ঝুঁকি নেমে আসে। বিশেষ করে গ্রাম বাংলার ঘরে ঘরে সাপ নিয়ে আতঙ্ক। বর্ষাকালে এই উপদ্রব বাড়লেও শীতেও কিছু কম থাকে না সাপের ভয়। উষ্ণতা খুঁজতে বাড়িতে ঢুকে আসে নিঃশব্দে এই প্রাণীটি।
সাপ দেখলেই আমরা শিউরে উঠি। কারণ এই সরীসৃপের বিষয়ে প্রতিবছর বহু মানুষের জীবনে বড় ঝুঁকি নেমে আসে। বিশেষ করে গ্রাম বাংলার ঘরে ঘরে সাপ নিয়ে আতঙ্ক। বর্ষাকালে এই উপদ্রব বাড়লেও শীতেও কিছু কম থাকে না সাপের ভয়। উষ্ণতা খুঁজতে বাড়িতে ঢুকে আসে নিঃশব্দে এই প্রাণীটি।
advertisement
2/16
গ্রামে গঞ্জে হোক বা শহরে, ঘরে সাপের ঢুকে আসা ও সাপের কামড়ের ঘটনা প্রায়ই শোনা যায় ভারতের মতো দেশে। কিন্তু সাপের কামড়ের পর বেশিরভাগ ক্ষেত্রে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন মানুষ।
গ্রামে গঞ্জে হোক বা শহরে, ঘরে সাপের ঢুকে আসা ও সাপের কামড়ের ঘটনা প্রায়ই শোনা যায় ভারতের মতো দেশে। কিন্তু সাপের কামড়ের পর বেশিরভাগ ক্ষেত্রে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন মানুষ।
advertisement
3/16
অনেক ক্ষেত্রেই দেখা যায় সাপের ভয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন মানুষ। কারণ কী করা উচিত তা বুঝে উঠতে না উঠতে বা হাসপাতালে পৌঁছনোর আগেই ঘটে যায় বড় বিপদ। এমন পরিস্থিতির জন্য সময় থাকতে জেনে রাখুন একটি জাদুকরী প্রাকৃতিক সমাধান।
অনেক ক্ষেত্রেই দেখা যায় সাপের ভয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন মানুষ। কারণ কী করা উচিত তা বুঝে উঠতে না উঠতে বা হাসপাতালে পৌঁছনোর আগেই ঘটে যায় বড় বিপদ। এমন পরিস্থিতির জন্য সময় থাকতে জেনে রাখুন একটি জাদুকরী প্রাকৃতিক সমাধান।
advertisement
4/16
যদি কোনও সাপ আপনাকে জেনে বা অজান্তে কামড়ায়, তবে অবিলম্বে কিন্তু আপনাকে বাঁচাতে পারে আমাদের হাতের কাছেই থাকা একটি চেনা উদ্ভিদ। শুধু সাপের বিষেই নয়, যে কোনও বিষাক্ত প্রাণীর বিষ ছাড়াতেই ম্যাজিকের মতো কাজ করে এই আয়ুর্বেদিক টোটকা।
যদি কোনও সাপ আপনাকে জেনে বা অজান্তে কামড়ায়, তবে অবিলম্বে কিন্তু আপনাকে বাঁচাতে পারে আমাদের হাতের কাছেই থাকা একটি চেনা উদ্ভিদ। শুধু সাপের বিষেই নয়, যে কোনও বিষাক্ত প্রাণীর বিষ ছাড়াতেই ম্যাজিকের মতো কাজ করে এই আয়ুর্বেদিক টোটকা।
advertisement
5/16
আয়ুর্বেদ অনুসারে এমনও দাবি করা হয় যে সময়মতো এই উদ্ভিদটি সঠিক ভাবে ব্যবহার করতে পারলে কিন্তু একজন ব্যক্তিকে ৫ মিনিটের মধ্যেই সাপের বিষ থেকে রক্ষা করা যায়।
আয়ুর্বেদ অনুসারে এমনও দাবি করা হয় যে সময়মতো এই উদ্ভিদটি সঠিক ভাবে ব্যবহার করতে পারলে কিন্তু একজন ব্যক্তিকে ৫ মিনিটের মধ্যেই সাপের বিষ থেকে রক্ষা করা যায়।
advertisement
6/16
এই প্রসঙ্গে Mallige কলেজ অফ ফার্মাসির চিকিৎসক, ড কুন্তল দাস তাঁর পরামর্শে বলেন, "সাপের কামড় একটি প্রধান স্বাস্থ্য ঝুঁকি যা উচ্চ মৃত্যুহার সম্পন্ন একটি দুর্ঘটনা যা ব্যক্তিকে বড় দুর্ভোগের দিকে নিয়ে যায়। উদ্ভিদ এবং মানুষের মধ্যে মিথস্ক্রিয়া নিয়ে গবেষণায় দেখা যাচ্ছে কাঁকরোল বা কাকোদা-রুটের মতো ভেষজ ওষুধ সমাজে অ্যান্টিভেনম হিসাবে ব্যবহৃত হয়ে আসছে বহু কাল থেকেই।"
এই প্রসঙ্গে Mallige কলেজ অফ ফার্মাসির চিকিৎসক, ড কুন্তল দাস তাঁর পরামর্শে বলেন, "সাপের কামড় একটি প্রধান স্বাস্থ্য ঝুঁকি যা উচ্চ মৃত্যুহার সম্পন্ন একটি দুর্ঘটনা যা ব্যক্তিকে বড় দুর্ভোগের দিকে নিয়ে যায়। উদ্ভিদ এবং মানুষের মধ্যে মিথস্ক্রিয়া নিয়ে গবেষণায় দেখা যাচ্ছে কাঁকরোল বা কাকোদা-রুটের মতো ভেষজ ওষুধ সমাজে অ্যান্টিভেনম হিসাবে ব্যবহৃত হয়ে আসছে বহু কাল থেকেই।"
advertisement
7/16
বিশেষজ্ঞ চিকিৎসক আরও বলেন, "এই ধরণের উদ্ভিদ থেরাপিগুলি বৈজ্ঞানিক বিশ্বের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। যার দীর্ঘমেয়াদী লক্ষ্য হল কার্যকর, সস্তা, সাধারণ মানুষের নাগালে থাকা এবং কম অ্যালার্জিযুক্ত প্রাকৃতিক যৌগগুলিকে সাপের কামড়ের থেরাপির বিকল্প হিসেবে বাস্তবায়িত করা।"
বিশেষজ্ঞ চিকিৎসক আরও বলেন, "এই ধরণের উদ্ভিদ থেরাপিগুলি বৈজ্ঞানিক বিশ্বের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। যার দীর্ঘমেয়াদী লক্ষ্য হল কার্যকর, সস্তা, সাধারণ মানুষের নাগালে থাকা এবং কম অ্যালার্জিযুক্ত প্রাকৃতিক যৌগগুলিকে সাপের কামড়ের থেরাপির বিকল্প হিসেবে বাস্তবায়িত করা।"
advertisement
8/16
কী এই উদ্ভিদ? এই প্রাকৃতিক রেমেডি-র নাম শুনলে আপনিও অবাক হবেন। বিশেষ এই গাছ যা সাপের বিষকে নিষ্ক্রিয় করে তা হল কাকোদা বা কাঁকরোল। এছাড়াও এটিকে কাঁটোলা ও কাতরল নামেও ডাকা হয়। এই উদ্ভিদ বেশিরভাগই গরম এবং আর্দ্র জায়গায় জন্মে থাকে।
কী এই উদ্ভিদ? এই প্রাকৃতিক রেমেডি-র নাম শুনলে আপনিও অবাক হবেন। বিশেষ এই গাছ যা সাপের বিষকে নিষ্ক্রিয় করে তা হল কাকোদা বা কাঁকরোল। এছাড়াও এটিকে কাঁটোলা ও কাতরল নামেও ডাকা হয়। এই উদ্ভিদ বেশিরভাগই গরম এবং আর্দ্র জায়গায় জন্মে থাকে।
advertisement
9/16
সবথেকে বড় কথা হল, গ্রাম বাংলার ঝোপে ঝাঁড়েই পাওয়া যায় এই গাছটি। এমনকি বাড়িতে বাড়িতে মানুষ এর সবজি বানিয়েও খেয়ে থাকেন এর পুষ্টিগুণ ও সুস্বাদু প্রকৃতির জন্য। কিন্তু ক'জন জানেন এই সবজির গাছেরই অদ্ভুত ঔষধি গুণ রয়েছে!
সবথেকে বড় কথা হল, গ্রাম বাংলার ঝোপে ঝাঁড়েই পাওয়া যায় এই গাছটি। এমনকি বাড়িতে বাড়িতে মানুষ এর সবজি বানিয়েও খেয়ে থাকেন এর পুষ্টিগুণ ও সুস্বাদু প্রকৃতির জন্য। কিন্তু ক'জন জানেন এই সবজির গাছেরই অদ্ভুত ঔষধি গুণ রয়েছে!
advertisement
10/16
কাঁটোলা বা কাঁকরোলকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বিশুদ্ধ সবজি হিসেবে বিবেচনা করা হয়। কারণ এর প্রোটিন অন্যান্য সবজির তুলনায় ৫০ শতাংশ বেশি।
কাঁটোলা বা কাঁকরোলকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বিশুদ্ধ সবজি হিসেবে বিবেচনা করা হয়। কারণ এর প্রোটিন অন্যান্য সবজির তুলনায় ৫০ শতাংশ বেশি।
advertisement
11/16
এই কাঁকরোল ব্যবহারের পরে, প্রতিটি বিষাক্ত সাপের বিষ কয়েক মিনিটের মধ্যে চলে যায়। বলা হয়ে থাকে যে শুধু সাপ নয়, এই উদ্ভিদের সব ধরনের বিষ দূর করার ক্ষমতা রয়েছে।
এই কাঁকরোল ব্যবহারের পরে, প্রতিটি বিষাক্ত সাপের বিষ কয়েক মিনিটের মধ্যে চলে যায়। বলা হয়ে থাকে যে শুধু সাপ নয়, এই উদ্ভিদের সব ধরনের বিষ দূর করার ক্ষমতা রয়েছে।
advertisement
12/16
আসলে এই কাকোদা লতার মূল বা শিকড় প্রাকৃতিক বৈশিষ্টের মধ্যে দিয়ে সাপের বিষ দূর করে। এবার জেনে নেওয়া যাক কীভাবে কাঁকরোল গাছের শিঁকড়ের সাহায্যে সাপের বিষ দূর হয়।
আসলে এই কাকোদা লতার মূল বা শিকড় প্রাকৃতিক বৈশিষ্টের মধ্যে দিয়ে সাপের বিষ দূর করে। এবার জেনে নেওয়া যাক কীভাবে কাঁকরোল গাছের শিঁকড়ের সাহায্যে সাপের বিষ দূর হয়।
advertisement
13/16
এর জন্য, আগে কাঁকরোলের মূল গাছ থেকে আলাদা করে নিন। এই মূল দুই দিন রোদে শুকিয়ে নিন। এরপর এই শুকনো মূল পিষে এর গুঁড়ো তৈরি করুন।
এর জন্য, আগে কাঁকরোলের মূল গাছ থেকে আলাদা করে নিন। এই মূল দুই দিন রোদে শুকিয়ে নিন। এরপর এই শুকনো মূল পিষে এর গুঁড়ো তৈরি করুন।
advertisement
14/16
সাপে কামড়ালে কাঁকরোল গোড়া থেকে তৈরি এক চামচ এই গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ান। আয়ুর্বেদের দাবি, বিষের প্রভাব প্রায় ৫ মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে।
সাপে কামড়ালে কাঁকরোল গোড়া থেকে তৈরি এক চামচ এই গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ান। আয়ুর্বেদের দাবি, বিষের প্রভাব প্রায় ৫ মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে।
advertisement
15/16
এই বিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটি প্রতিবেদনে বলা হয়েছে, 'সাপের কামড়ের পরপরই কাঁকরোল গাছের 'রুট পেস্ট' প্রয়োগ করা হলে তা বিষক্রিয়া কমাতে সাহায্য করে। বা এক্ষেত্রে এই গাছের টাটকা পাতার রসও ব্যবহার করা যেতে পারে।
এই বিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটি প্রতিবেদনে বলা হয়েছে, 'সাপের কামড়ের পরপরই কাঁকরোল গাছের 'রুট পেস্ট' প্রয়োগ করা হলে তা বিষক্রিয়া কমাতে সাহায্য করে। বা এক্ষেত্রে এই গাছের টাটকা পাতার রসও ব্যবহার করা যেতে পারে।
advertisement
advertisement
advertisement