ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন মেদিনীপুরের হানিফ, অভিজ্ঞতা শুনে অবাক সবাই! আর যেতে চাইছেন না কেউ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
ভিন রাজ্যে কাজে গেলে যদি আবার বাংলাদেশী হিসাবে আটকে রাখে পুলিশ, ভয়ে আর ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন না হানিফ।
পশ্চিম মেদিনীপুর: পরিযায়ী শ্রমিক, সংগ্রামের আরেক নাম। এমনিতেই যাদের জীবন হাতে করে নিয়ে কাজে যেতে হয়, অন্যদিকে কাজেও থাকে না নিশ্চয়তা। এখন আবার মরার উপর খাঁড়ার ঘা। ভিনরাজ্যে গেলেই সন্দেহভাজন হিসেবে কপালে জুটছে লাঞ্ছনা আর অত্যাচার। আর এই দুশ্চিন্তায় সিঁদুরে মেঘ দেখছেন চন্দ্রকোনার হানিফ।
পরিযায়ী শ্রমিক চন্দ্রকোনার হানিফ আলী, পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায়। ভিন রাজ্যে কাজে গেলে যদি আবার বাংলাদেশী হিসাবে আটকে রাখে পুলিশ, ভয়ে আর ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন না হানিফ। আর এই রাজ্যেও নেই সেই ধরনের কর্মসংস্থান, প্রশাসনের তরফ থেকেও কোনও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়নি। চরম দুশ্চিন্তায় পরিযায়ী শ্রমিকের পরিবার। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বেড়াবেড়িয়া গ্রামের বাসিন্দা হানিফ আলী। কাঠের মিস্ত্রি হিসাবে কাজ করতে গিয়েছিলেন ওড়িশায়। ওড়িশার বারান্দা থানা এলাকায় তাকে বাংলাদেশী সন্দেহে আটকে রাখা হয়।
advertisement
advertisement
পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের সহযোগিতায় বেশ কয়েকদিন পর ছাড়া পান। বর্তমানে দিনমজুরের কাজ করে সংসার চলছে হানিফের। সেই দুর্দশার ছবি উঠে এল, আমাদের ক্যামেরায়। এদিক- ওদিক, ওলি- গলিতে এমন হানিফ অনেক রয়েছেন। চলমান পরিস্থিতির মারপ্যাঁচ তারা জানে না তাদের চোখে শুধু স্বপ্ন শুধুই দুটো টাকা রোজগার করে পরিবারের মুখে হাসি ফোটান। কিন্তু সেই হানিফদের বুকে এখন শুধুই ভয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কী হবে তবে এদের ভবিষ্যৎ উত্তর অধরা, তবে এ বিষয়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া বলেন, পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের পাশে আছে, যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা অসুবিধায় পড়েছেন সরকার সব রকম সহযোগিতা করেছে, এমনকি সরকার পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে।
advertisement
মিজানুর রহমান
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 24, 2025 3:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন মেদিনীপুরের হানিফ, অভিজ্ঞতা শুনে অবাক সবাই! আর যেতে চাইছেন না কেউ