Durga Puja Route Map: ভিড় ঠেলে কোন রুটে সহজেই হবে দেবী দর্শন, কোন রুটে বন্ধ থাকবে যানবাহন? রুট ম্যাপ প্রকাশ পুলিশের, দাসপুরে থাকছে বিশেষ ব্যবস্থা

Last Updated:

দাসপুর থানার পক্ষ থেকে দুর্গাপুজো উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশিকা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর থানা এলাকায় প্রতিবছরই হয় সবচেয়ে বেশি দুর্গাপুজো। 

দুর্গোৎসবে ভিড় সামলাতে দাসপুর থানার বিশেষ ট্রাফিক পরিকল্পনা
দুর্গোৎসবে ভিড় সামলাতে দাসপুর থানার বিশেষ ট্রাফিক পরিকল্পনা
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: দাসপুর থানার পক্ষ থেকে দুর্গাপুজো উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশিকা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর থানা এলাকায় প্রতিবছরই হয় সবচেয়ে বেশি দুর্গাপুজো। এখানে একাধিক থিম ভিত্তিক পুজো মণ্ডপ দেখতে ভিড় জমায় পার্শ্ববর্তী জেলার হাজার হাজার দর্শনার্থী। সেই কারণে পুজোয় নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে দাসপুর থানা। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় দাসপুর থানার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে মণ্ডপ পরিদর্শনের রুট ম্যাপ।
কোন পথ দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করবেন, কোন পথ দিয়ে ভারী যান চলাচল বন্ধ থাকবে—তা বিস্তারিত জানান হয়েছে। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের খুকুড়দহ বাসস্ট্যান্ডে মোতায়েন থাকবে দাসপুর পুলিশের একটি বিশেষ ট্রাফিক টিম। রাজ্যের ট্রাফিক দফতরের নির্দেশ অনুযায়ী মালবাহী যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হবে। দর্শনার্থীদের ভিড় বেশি হলে পরিস্থিতি অনুযায়ী মালবাহী যান চলাচল বন্ধ করে দেওয়া হবে।
advertisement
advertisement
দর্শনার্থীদের সুবিধার জন্য পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার পক্ষ থেকে মোট ছয়টি জায়গায় পুলিশ সহায়তা কেন্দ্র বসান হয়েছে। সেগুলি হল— চাইপাট, সোনাখালি, সুলতান নগর, বোকুলতলা, বেলিয়াঘাটা, পাঁচবেড়িয়া, এছাড়াও প্রতিটি মণ্ডপ এলাকায় পুলিশের নজরদারি জোরদার থাকবে। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের সুলতাননগর বাসস্ট্যান্ড থেকে সুলতাননগর–গোপীগঞ্জ রাজ্য সড়কে বিকেল ৪টে থেকে গভীর রাত পর্যন্ত মালবাহী ও ভারী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে সরকারি ও বেসরকারি বাস চলাচল স্বাভাবিক থাকবে। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের বৈকুণ্ঠপুর বাসস্ট্যান্ড থেকে চাইপাট কলেজ মোড় পর্যন্ত একটি গ্রামীণ রাস্তা বাইপাস হিসেবে ব্যবহার করা যাবে। এই রাস্তায় প্রাইভেট কার ও মোটরবাইক চলাচলের সম্পূর্ণ অনুমতি থাকবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দাসপুরের বেলিয়াঘাটা ও গোপালপুরের কয়েকটি গ্রামীণ রাস্তায় বিকেল ৪টে থেকে বড় গাড়ি চলাচল নিষিদ্ধ থাকবে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। তবে সমস্ত রাস্তায় জরুরি পরিষেবার গাড়ি চলাচল অব্যাহত থাকবে। যেমন— অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, মেডিসিন/চিকিৎসা সামগ্রী বহনকারী গাড়ি, জরুরি পরিস্থিতিতে প্রাইভেট কার। সব ধরনের জরুরি যানবাহনকে চলাচলের অনুমতি দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja Route Map: ভিড় ঠেলে কোন রুটে সহজেই হবে দেবী দর্শন, কোন রুটে বন্ধ থাকবে যানবাহন? রুট ম্যাপ প্রকাশ পুলিশের, দাসপুরে থাকছে বিশেষ ব্যবস্থা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement