Book Fair: অনলাইনের যুগেও বইয়ের ট্রেন্ড অটুট জেলা বইমেলায়, শুরু মেদিনীপুর বুক ফেয়ার, দেরি না করে কচিকাঁচাদের নিয়ে ঘুরে আসুন

Last Updated:

Ghatal Book Fair 2025: শীত পড়তেই মেদিনীপুর শহরে শুরু হয়েছে বইমেলা। ৯০টিরও বেশি প্রকাশক সংস্থা স্টল দিয়েছে। জাতীয় স্তরের বইয়ের স্টলও রয়েছে। বইমেলা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। গত বছর ঘাটাল বইমেলায় ৬০ লক্ষ টাকার বেশি বই বিক্রি হয়েছিল।

+
ঘাটাল

ঘাটাল বইমেলা ২০২৫

পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বই মানুষের বন্ধু। বই পড়া মানুষের আবেগ। তবে বর্তমান সময়ে যুব প্রজন্ম বই পড়তে ততটা আগ্রহী নয়। বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে জেলায় জেলায় আয়োজিত হয় জেলা বইমেলা। আর এই বইমেলাতেই বিক্রি হয় বেশ কয়েক লক্ষ টাকার বই। পশ্চিম মেদিনীপুরের আয়োজিত হয় বইমেলা। প্রায় শতাধিক বই প্রকাশক স্টল দেন এই মেলায়। দুপুর গড়ালেই ভিড় জমে বইমেলায়। যেখান থেকে বই কেনেন সাধারণ মানুষ ও বইপ্রেমীরা। বইমেলায় বই বিক্রি করে বেশ ভালই লক্ষ্মীলাভ হয় বিক্রেতাদের।
গত বছরই ঘাটাল জেলা বইমেলায় বই বিক্রির অঙ্কটা ছিল প্রায় ৬০ লক্ষ টাকা। এর আগেও প্রতিবছর কখনও ৩০, কখনও ২৭ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। বই বিক্রির সেই উন্মাদনা ধরে রেখেছে পশ্চিম মেদিনীপুর জেলা।
আরও পড়ুনঃ সুন্দরবনে মৎস্যজীবীদের ইঞ্জিন বোটে নদীতে মাছ-কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা! তবে পর্যটকদের ছাড়পত্র, বনদফতরের নিয়মের গেঁড়ো
বিপ্লবের জেলা মেদিনীপুর। এই মেদিনীপুরই পড়াশোনার ক্ষেত্রে উচ্চমানে প্রতিষ্ঠিত। আর এই জেলার সঙ্গে বইমেলার এক আত্মিক যোগাযোগ। প্রতিবছর জেলা বইমেলায় প্রায় শতাধিক বই প্রকাশক আসেন, বেশ কয়েকদিন ধরেই চলে উৎসবের আমেজে বই বিক্রি। সেই সংখ্যাটা দাঁড়ায় বেশ কয়েক লক্ষ টাকায়। বছরের পর বছর ধরে জেলা বইমেলা সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। গত বছর ঘাটালে আয়োজিত বইমেলা তার বহমান ধারার আত্মপ্রকাশ ঘটিয়েছে। যেখানে বই বিক্রির পরিমাণ প্রায় ৬০ লক্ষ টাকা। শুধুমাত্র ঘাটাল মহাবিদ্যালয় বই কিনেছিল প্রায় লক্ষাধিক টাকার।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জীবে প্রেম করে যেই জন…! ১২০টি পথকুকুরের অভিভাবক বাঁকুড়ার ব্যবসায়ী, অবলাদের সেবাই যুবকের পরম ধর্ম
চলতি বছর শীত পড়তেই মেদিনীপুর শহরে আয়োজিত হয়েছে বইমেলা ও মৈত্রী উৎসবের। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলবে বইমেলা। যেখানে ৯০ টিরও বেশি প্রকাশক সংস্থা তাদের স্টল দিয়েছে। স্থানীয় বই প্রকাশনা সংস্থার পাশাপাশি বিভিন্ন জাতীয় স্তরের বই প্রকাশকেরাও বই বিক্রির জন্য স্টল দিয়েছে এখানে। প্রতিদিন থাকছে শিক্ষামূলক নানা আলোচনা এবং কবি সম্মেলন। ছোট থেকে বড় বই কিনছেন অনেকে। তবে প্রথাকথিত মেলার থেকে অনেকটাই ভিড় কম।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনেকে বলছেন, অনলাইন মাধ্যমের উন্নতির সঙ্গে সঙ্গে কমেছে বই পড়ার প্রবণতা। যার ফলস্বরূপ বই বিক্রি কমেছে। তবে মেদিনীপুর জেলা তার ক্রেজ এখনও ধরে রেখেছে। বিভিন্ন জেলার প্যারামিটার ছাড়িয়ে মেদিনীপুর জেলার বই বিক্রির অঙ্কটা বেশ কয়েক লক্ষ টাকার। আর এতেই প্রমাণিত হয় মেদিনীপুর জেলার মানুষের বইয়ের প্রতি আবেগ ও ভালবাসা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Book Fair: অনলাইনের যুগেও বইয়ের ট্রেন্ড অটুট জেলা বইমেলায়, শুরু মেদিনীপুর বুক ফেয়ার, দেরি না করে কচিকাঁচাদের নিয়ে ঘুরে আসুন
Next Article
advertisement
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ ভারত কি প্রত্যাখ্যান করতে পারে? দেখে নিন চুক্তিতে কী বলা হয়েছে
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ ভারত কি প্রত্যাখ্যান করতে পারে?দেখে নিন চুক্তি
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ

  • ভারত কি প্রত্যাখ্যান করতে পারে?

  • দেখে নিন চুক্তিতে কী বলা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement