Sundarbans News: সুন্দরবনে মৎস্যজীবীদের ইঞ্জিন বোটে নদীতে মাছ-কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা! তবে পর্যটকদের ছাড়পত্র, বনদফতরের নিয়মের গেঁড়ো
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Sundarbans News: সুন্দরবন টাইগার রিজার্ভের নির্দেশিকা অনুযায়ী, জঙ্গলের খাঁড়ি নদীতে ইঞ্জিন চালিত বোট নিয়ে ঢুকতে পারবেন না মৎস্যজীবীরা। অথচ সুন্দরবনে পর্যটকদের ইঞ্জিন বোট সওয়ারিতে কোন বাধা নেই। বনদফতরের এই নিয়মের জেরেই নতুন গেঁড়ো।
জয়নগর, দক্ষিণ ২৪ পরগনার, সুমন সাহা: ধীরে ধীরে শীত জাঁকিয়ে পড়ছে। আর ঠাণ্ডার মরশুম মানেই সুন্দরবনে পর্যটকদের ঢল। তবে সুন্দরবনে পর্যটকদের ইঞ্জিন বোট সওয়ারিতে ছাড় মিললেও মৎস্যজীবীদের নদীতে মাছ, কাঁকড়া ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা। আর এই নিয়মের জেরেই নতুন গেঁড়ো।
নদীতে মাছ ধরতে গিয়ে প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন সুন্দরবনের মৎস্যজীবীরা। সুন্দরবন টাইগার রিজার্ভের নির্দেশিকা অনুযায়ী, জঙ্গলের খাঁড়ি নদীতে ইঞ্জিন চালিত বোট নিয়ে ঢোকা যাবে না। ফলে জুলাই মাসের পর থেকে সেখানে ইঞ্জিন বোট নিয়ে মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা। অনেকে বাধ্য হয়ে দাঁড় টানা নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছেন। যারা নিষেধাজ্ঞা অমান্য করে ইঞ্জিন বোট নিয়ে ভিতরে ঢুকছেন, তাদের মোটা টাকা জরিমানা করছে টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ ও বনবিভাগ।
advertisement
আরও পড়ুনঃ শুরু হয়েছে বারুইপুর মিলন মেলা! এবারের বিশেষ আকর্ষণ ইন্দোনেশিয়ার জলপরীরা, শো মিস করবেন না, মেলা চলবে ১ মাস
গত সপ্তাহের শেষে এই নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে মৎস্যজীবী সংগঠনগুলি ক্ষোভ উগরে দেয়। তাদের প্রশ্ন, ইঞ্জিনচালিত টুরিস্ট বোট চলাচল করছে। তাহলে মৎস্যজীবীদের জন্য কেন এমন ভিন্ন নিয়ম! বৈঠকে উপস্থিত টাইগার রিজার্ভ ও দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের কর্তাদের উদ্দেশ্যে নানা প্রশ্ন ছুঁড়ে দেন মৎস্যজীবী সংগঠনের নেতারা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাঁরা জানান, বনদফতরের প্রণয়ন করা আইনের জেরে মৎস্যজীবীদের একটা বড় অংশকে ভুগতে হচ্ছে। এভাবে চলতে থাকলে জীবিকায় টান পড়বে। তারা কীভাবে নিজেদের সংসার চালাবে তা ভেবে উঠতে পারছে না। যদিও টাইগার রিজার্ভ ও বনবিভাগের কর্তারা জানিয়েছেন, দফতর থেকে নিয়ম জারি করা হয়েছে। সেই নিয়ম মাফিক এখানে অর্ডার ইস্যু হয়েছে। এ নিয়ে মৎস্যজীবীদের সব বক্তব্য উপর মহলে জানানো হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 18, 2025 1:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarbans News: সুন্দরবনে মৎস্যজীবীদের ইঞ্জিন বোটে নদীতে মাছ-কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা! তবে পর্যটকদের ছাড়পত্র, বনদফতরের নিয়মের গেঁড়ো

