West Medinipur News: সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন, পিছন থেকে ধাক্কা মারল গাড়ি! রাস্তাতেই প্রাণ গেল দাঁতনের ব্যবসায়ীর

Last Updated:

West Medinipur News: মৃত ব্যবসায়ীর পরিবারের বক্তব্য, প্রত্যেকদিনের মতো এদিনও সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে দোকান খুলতে এসেছিলেন ওই ব্যবসায়ী। সেই সময়ে কোনও এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে তাঁকে ধাক্কা মারে। তাতেই প্রাণ হারান তিনি।

কান্নায় ভেঙে পড়েছে পরিবার
কান্নায় ভেঙে পড়েছে পরিবার
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, শঙ্কর রাইঃ গাড়ির ধাক্কায় কাপড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের দাঁতন থানার শাঁখারী বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত কাপড় ব্যবসায়ীর নাম গদাধর দাস, বয়স ৬২ বছর। তাঁর বাড়ি দাঁতন থানার মনোহরপুরের শাঁখারী বাজার এলাকায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে দোকানে আসার পথে বেলদাগামী কোনও একটি গাড়ি সাইকেলে থাকা ওই ব্যবসায়ীকে পিছন থেকে ধাক্কা মারে। এরপর তিনি জাতীয় সড়কের উপর ছিটকে পড়েন। গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তড়িঘড়ি তাঁকে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুনঃ ডাকাতির উদ্দেশে বিহার থেকে বাংলায়! সিঙ্গুর পুলিশের অভিযানে ভেস্তে গেল প্ল্যান, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৪
মৃত ব্যবসায়ীর পরিবারের বক্তব্য, প্রত্যেকদিনের মতো এদিনও সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মনোহরপুর বাজার এলাকায় কাপড়ের দোকান খুলতে এসেছিলেন গদাধরবাবু। সেই সময়ে কোনও এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে তাঁকে ধাক্কা মারে। যার ফলে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।
advertisement
advertisement
ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দাঁতন থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন, পিছন থেকে ধাক্কা মারল গাড়ি! রাস্তাতেই প্রাণ গেল দাঁতনের ব্যবসায়ীর
Next Article
advertisement
December 2025 Horoscope: রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?
  • রাশিফল ডিসেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement