Howrah News: উদ্ধার রাজ্য প্রাণীর মৃতদেহ! দোষীদের গ্রেফতারে রাতভর অভিযান বন দফতরের
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
Last Updated:
বাঘরোল মেরে গ্রেফতার ৬, দোষীদের গ্রেফতারে রাতভর চলল বন দফতরের অভিযান, রবিবার অভিযুক্তদের আদালতে তোলা হয়
হাওড়া: বাঘরোল মেরে গ্রেফতার ৬। দোষীদের গ্রেফতারে রাতভর চলল বন দফতরের অভিযান। এ রাজ্যেই নিরাপদ নয় রাজ্য প্রাণী! রাজ্য প্রাণীর টিকে থাকাই যেন দিন দিন কঠিন হয়ে পড়ছে।সকালের আলো ফুটলে প্রায়ই সড়কের উপর নিথর দেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে।
শেয়াল, খটাশ, বন বিড়াল, ভাম, গন্ধগোকুল, গোসাপ, বাঘরোল এর মত প্রাণী।একাংশের মানুষের কাছেও নিরাপদ নয় বন্যপ্রাণীরা। গত দুই বছর আগে হাওড়ার বাগনানে পুকুরের মাছ বাঁচাতে দু’টি বাঘরোল হত্যার ঘটনা সামনে আসে। তারপর আবারও হাওড়ায় রাজ্য প্রাণী হত্যার ঘটনা। এবার জগৎবল্লভপুর ব্লকের শঙ্করহাটি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার মৃত বাঘরোল।
advertisement
advertisement
এই ঘটনা সামনে আসে হাওড়া জেলার যৌথ পরিবেশ মঞ্চের মাজু ইউনিটের সদস্যের তৎপরতায়। এর পর জেলা জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের তরফ থেকে।পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী বাঘরোল Fishing Cat বিপন্নতার জন্য বাঘরোল International Union for Conservation of Nature (IUCN) এর Red List বা লাল তালিকায় আনা হয়। বাঘরোল ১৯৭২ সালের ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে বাঘরোল প্রথম শ্রেণীর তালিকাভুক্ত।
advertisement
এই আইন অনুসারে বাঘরোল একটি বিপন্ন প্রজাতি। এই প্রাণী শিকার, চোরাচালান বেআইনি এবং শাস্তিযোগ্য। শনিবার বাঘরোল হত্যার খবর পৌঁছতে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতর। হাওড়া ডিএফ্ও, জেলা আরবান রেঞ্জার অফিসার,বন দফতর কর্মীরা ও পুলিশ অভিযান চালিয়ে মৃত বাঘরোল উদ্ধার এবং অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করে।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2024 7:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: উদ্ধার রাজ্য প্রাণীর মৃতদেহ! দোষীদের গ্রেফতারে রাতভর অভিযান বন দফতরের