Howrah News: বছর শুরুর প্রথম দিনেই একদল যুবক যা করল! ধন্য ধন্য করছে জেলার মানুষ
- Published by:purnendu mondal
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
স্থানীয় মানুষ ও পিকনিক করতে আসা মানুষকে এই উৎসব মুখরিত দিনে সচেতনতা বার্তা দিয়ে বিশেষ কর্মসূচি পরিবেশপ্রেমী সংগঠনের। উৎসবের এই দিনে মানুষের মনে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচি।
হাওড়া: ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে পিকনিক বা বাজি পোড়ানো নয়। বছর শুরুতে ট্যাবলো মাইক প্রচারে একদল মানুষ যা করল। তাতে জেলার মানুষের কাছে নজিরবিহীন। বিগত দুই বছর পরিবেশ সচেতনতায় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আমতা সাবগাছতলায়। দামোদর লাগোয়া এই স্থান শীতের মরশুমে নতুন বছরকে সামনে রেখে চড়ুইভাতি বা পিকনিক করতে আসে বহু মানুষ।
স্থানীয় মানুষ ও পিকনিক করতে আসা মানুষকে এই উৎসব মুখরিত দিনে সচেতনতা বার্তা দিয়ে বিশেষ কর্মসূচি পরিবেশপ্রেমী সংগঠনের। উৎসবের এই দিনে মানুষের মনে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচি। উদ্যোক্তাদের কথায় জানা যায়, যেভাবে দূষণ বাড়ছে সেই দিক গুরুত্ব রেখে পরিবেশ রক্ষায় সারা বছর অর্থাৎ ৩৬৫ দিনই কাজ করা প্রয়োজন।
advertisement
advertisement
আগামী দিন মারাত্মক ভয়ংকর নতুন প্রজন্মের কাছে। প্রচার অভিযানের মাধ্যমে কিছু মানুষ সচেতন হলেও এখনও বহু মানুষ অসচেতন। সেই দিক গুরুত্ব রেখেই বছর শুরু থেকে এই উৎসবের দিনে পরিবেশ রক্ষার বার্তা। এই কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে নদী চরে পিকনিক করতে আসা মানুষের এর মধ্যে দূষণ কম করার প্রবণতা থাকবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
January 02, 2024 5:27 PM IST