West Bengal News: সন্দেহ হওয়ায় লরি দেখেই থামাল পুলিশ, তারপরই যা ঘটল, বাংলায় পুষ্পা'র রিপ্লে!
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal News: পুষ্পা সিনেমার কায়দায় কয়লা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল পাচারকারীরা।
#বীরভূম: পুষ্পা সিনেমার স্টাইলে কয়লা পাচার করতে গিয়ে বীরভূমের সদাইপুর থানার পুলিশের হাতে ধৃত ট্রাক চালক। বাজেয়াপ্ত করা হল কয়লা। জানা গিয়েছে, ১৪ নম্বর জাতীয় সড়কের চিনপাই মোড়ে একটি ইট বোঝাই টাক্টরকে দেখে সন্দেহ হয় পুলিশের। কিন্তু ইট সরাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। ইটের নীচে সাজানো বেআইনি কয়লা (West Bengal News)। এরপরই ট্রাক চালককে জেরা শুরু করে পুলিশ।
এরপরই ওই ট্রাক চালক জানান, পুলিশি ধরপাকড়ে গত একমাসে জেলা পুলিশ যে ভাবে বেআইনি কয়লা আটক করেছে , তারপরেই এই পুষ্পা সিনেমার স্টাইল অবলম্বন করেছিল ওই চালক। যাতে পুলিশের চোখে ধুলো দিয়ে কয়লা পাচার করা যায়। কিন্তু ভাগ্য খারাপ, পুলিশের ওই টিমটিও সম্ভবত দেখেছিলেন পুষ্পা সিনেমাটি। তাই ধরা পড়ে গেলেন তিনি।
advertisement
advertisement
১৪ নম্বর জাতীয় সড়কে চিনপাই মোড়ে একটি ইট বোঝাই টাক্টরকে দেখে সন্দেহ হয় পুলিশের । তাই সন্দেহ হতে থামানো হয় তাকে । তবে ইট সরাতেই চক্ষু চড়কগাছ সবার । ইটের নীচে সাজানো বেআইনি কয়লা । জেরাতে পুলিশ জানতে পেরেছে পুলিশী ধরপাকড়ে গত একমাসে জেলা পুলিশ যে ভাবে বেআইনি কয়লা আটক করেছে তাতেই সমস্যায় পরছিলো তারা । বার বার অবৈধ কয়লা পাচার করতে গিয়ে ধরা পরে যাচ্ছিলো তারা । তাই সেখান থেকে বাঁচতেই তার এই পুষ্পা সিনেমার স্টাইল অবলম্বন করেছিল । যাতে ইট বোঝায় ট্রাক্টর ভেবে পুলিশের চোখ এড়ানো যায় ।
advertisement
কিন্তু সে সিনেমা যে রীতিমতো হিট । পুষ্পা দেখতে বাকি রাখেনি কেউই । এ সিনেমা যে দেখেছে কম বেশি সবাই । তাই ভাগ্য খারাপ পাচারকারীর । পুলিশের ওই টিমও দেখেছিল পুষ্পা সিনেমা । তাই সিনেমার পুরোটাই দেখা তাদের । তাই এইবারেও কয়লা পাচার করতে গিয়ে পুলিশের কাছে হাতে নাতে ধরা পরলো কয়লা ভর্তি টাক্টর সহ ট্রাকটর চালক । ইট ভর্তি ট্রাক্টরের ওপর থেকে ইট সরাতেই ইটের তোলা থেকে বেরিয়ে আসে প্রচুর অবৈধ কয়লা । সাথে সাথেই ওই অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে সদাইপুর থানার পুলিশ । আটক করে ট্রাক্টর চালককে ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 24, 2022 1:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: সন্দেহ হওয়ায় লরি দেখেই থামাল পুলিশ, তারপরই যা ঘটল, বাংলায় পুষ্পা'র রিপ্লে!