WB Panchayat Election 2023: ‘লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রতিযোগিতা চলছে..’, তীব্র কটাক্ষ অভিষেকের, কেন বললেন এই কথা?

Last Updated:

এরপরেই তাঁর মন্তব্য, ‘‘বিজেপির যে সমস্ত রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেখানকার মুখ্যমন্ত্রী যদি রাজ্যের মহিলাদের ১০০০ টাকা করে লক্ষীর ভাণ্ডার প্রকল্পে টাকা দিতে পারেন, আমি রাজনীতির আঙ্গিনায় পা রাখব না।’’ অভিষেকের চ্যালেঞ্জ, ‘‘১২টা রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। একটা রাজ্যে করে দেখাতে পারলে আমি রাজনীতিতে পা রাখব না৷ ’’

দক্ষিণবঙ্গ: ‘মোদিজি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ২০০০ টাকা দেওয়া হবে৷’ সোমবার ধূপগুড়িতে নির্বাচনী প্রচারে গিয়ে খানিক এমনই আশ্বাস দিয়ে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও ক’দিন আগে শোনা গিয়েছিল প্রায় একই সুর৷ তবে কি এবার পঞ্চায়েতে বড় ফ্যাক্টর ‘লক্ষ্মীর ভাণ্ডার!’
এদিন এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই শুভেন্দু-সুকান্তর নাম না করে তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সোমবার পঞ্চায়েতের প্রচারে পুরুলিয়ায় সভা করেন অভিষেক৷ সভামঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘‘লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপি রাজ্য সভাপতি আর বিরোধী দলনেতার প্রতিযোগিতা চলছে। এতদিন বলত লক্ষ্মীর ভাণ্ডার খারাপ। আর এখন বিজেপি লক্ষ্মীর ভাণ্ডারে ২০০০ টাকা দেবে বলেছে।’’
আরও পড়ুন:‘ফ্লাইট বুক করে দিল্লি যান…,’ রাজ্যপালকে পরামর্শ, ৩৫৫ ধারা জারি নিয়ে জোরাল সওয়াল শুভেন্দুর!
এরপরেই তাঁর মন্তব্য, ‘‘বিজেপির যে সমস্ত রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেখানকার মুখ্যমন্ত্রী যদি রাজ্যের মহিলাদের ১০০০ টাকা করে লক্ষীর ভাণ্ডার প্রকল্পে টাকা দিতে পারেন, আমি রাজনীতির আঙ্গিনায় পা রাখব না।’’ অভিষেকের চ্যালেঞ্জ, ‘‘১২টা রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। একটা রাজ্যে করে দেখাতে পারলে আমি রাজনীতিতে পা রাখব না৷ ’’
advertisement
advertisement
আরও পড়ুন: ‘রক্তের হোলি খেলা বন্ধ হওয়া দরকার,’ হিংসা নিয়ে ফের কড়া কথা রাজ্যপালের, তুলোধনা করলেন কমিশনকেও
সোমবার বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে উত্তরবঙ্গের ধূপগুড়িতে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারকে নিশানা করার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বড়সড় আশ্বাস দেন শুভেন্দু। বিরোধী দলনেতার আশ্বাস, ‘‘মোদিজি এলে লক্ষ্মীর ভাণ্ডারে ২০০০টাকা দেওয়া হবে। ক্যাবিনেটের প্রথম মিটিং-এ পাস হবে প্রস্তাব।’’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB Panchayat Election 2023: ‘লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রতিযোগিতা চলছে..’, তীব্র কটাক্ষ অভিষেকের, কেন বললেন এই কথা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement