West Bengal News: প্রেমিকের আত্মহত্যার খবর পেয়েই প্রাণ দিল প্রেমিকা, বসিরহাটে চাঞ্চল্য

Last Updated:

West Bengal News: পুলিশের ধারণা, হামলাকারীরা কাবে জেলাসংলগ্ন ন্যাশনাল পার্কের গভীর জঙ্গল থেকে এসেছিল।

শোকাহত পরিবার
শোকাহত পরিবার
বসিরহাট, জুলফিকার মোল্যা: প্রেমিকের আত্মহত্যার খবর পেয়েই প্রাণ দিল প্রেমিকা, বসিরহাটে চাঞ্চল্য। বসিরহাটের মোমিনপুরে মর্মান্তিক প্রেমের পরিণতি, যুগ্ম আত্মহত্যায় শোকস্তব্ধ এলাকা। উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার অন্তর্গত মমিনপুর গ্রামে হৃদয়বিদারক এক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেমিকের আত্মহত্যার খবর শুনেই আত্মঘাতী হল প্রেমিকাও। এই ঘটনায় গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ফারুক গাজী (২৪) এবং তরুণীর নাম করিনা খাতুন (১৯)। দু’জনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। ফারুক পেশায় সেলাইয়ের কাজ করতেন। করিনার পরিবার তাদের সম্পর্ক ও বিয়ের প্রস্তাবে আপত্তি জানায় বলে স্থানীয় সূত্রের খবর। এদিন ভোররাতে করিনার সঙ্গে ফোনে কথা বলার সময় ফারুক জানান, তিনি আত্মহত্যা করতে চলেছেন।
advertisement
এরপরই ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও ফারুকের মৃত্যুর খবর প্রেমিকের মৃত্যুসংবাদ কানে পৌঁছাতেই মানসিকভাবে ভেঙে পড়েন করিনা। কিছুক্ষণের মধ্যেই বাড়ির পিছনে বাগানে আমগাছের ডালে তিনি নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়।
advertisement
পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে মাটিয়া থানার পুলিশ দুইজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কী কারণে এই চরম সিদ্ধান্ত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় প্রশ্নের মুখে উঠেছে সামাজিক বাধা ও পারিবারিক আপত্তির ভূমিকা। তরতাজা দুই প্রাণের এমন পরিণতি এলাকাবাসীর মন ভারাক্রান্ত করে তুলেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: প্রেমিকের আত্মহত্যার খবর পেয়েই প্রাণ দিল প্রেমিকা, বসিরহাটে চাঞ্চল্য
Next Article
advertisement
Mamata Banerjee on SIR Hearing: এসআইআর হয়রানি নিয়ে মঙ্গলবারই আইনি পথে, প্রয়োজনে নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করব:মমতা
এসআইআর হয়রানি নিয়ে মঙ্গলবারই আইনি পথে, প্রয়োজনে নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করব:মমতা
  • এসআইআর হয়রানি নিয়ে সরব মমতাও৷

  • মঙ্গলবারই মামলা, জানালেন মুখ্যমন্ত্রী৷

  • দরকারে নিজে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করবেন, দাবি মুখ্যমন্ত্রীর৷

VIEW MORE
advertisement
advertisement