West Bengal News: থানার বাইরে ২৪টি বাইক, দাঁড়িয়ে মালিকরা! সামনে এল রোমহর্ষক তথ্য

Last Updated:

West Bengal News: প্রসঙ্গত,গত ২৫ জুন চন্দ্রকোনা থানার ধান্যগাছী থেকে গোপন সূত্রে খবর পেয়ে ২৪ টি চুরির বাইক উদ্ধার করে চন্দ্রকোনা থানার পুলিশ।

ফাইল ছবি
ফাইল ছবি
#চন্দ্রকোনা: কয়েকদিনের অভিযানে উদ্ধার ৫৫ টি চুরি যাওয়া বাইক, সেই চুরি যাওয়া বাইক সঠিক ব্যক্তির হাতে তুলে দিতে তালিকা প্রকাশ করল চন্দ্রকোনা থানার পুলিশ।
প্রসঙ্গত,গত ২৫ জুন চন্দ্রকোনা থানার ধান্যগাছী থেকে গোপন সূত্রে খবর পেয়ে ২৪ টি চুরির বাইক উদ্ধার করে চন্দ্রকোনা থানার পুলিশ। এমনকি ওইদিনই ২ জনকে গ্রেফতারও করা হয়। ওই দুজনের দুফায় ৮ দিন পুলিশ হেফাজত হয়। এখনও গ্রেফতার হওয়া দুজন অভিযুক্ত ৩ দিনের পুলিশ হেফাজতে রয়েছে।
advertisement
advertisement
ধৃত দুজনের বাড়ি চন্দ্রকোনা থানার ধান্যগাছী গ্রামেই, একজন অলীপ সাঁতরা অপরজন অশ্বিনী রায়। এদের লাগাতার জেরা করে এখনও পর্যন্ত পুলিশ ৫৫ টি বাইক উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে খবর। এবার উদ্ধার হওয়া ওইসব বাইক প্রকৃত মালিকের হাতে তুলে দিতে বাইকের মালিকের নাম তথ্য সহ তালিকা প্রকাশ করল চন্দ্রকোনা থানার পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, চন্দ্রকোনা থানা চত্বরে ওই তালিকা টাঙানো হয়েছে, বাইকের ডকুমেন্টস সহ থানায় গিয়ে তালিকা যাচাই করতে পারে চুরি হওয়া বাইকের মালিকেরা। তালিকা প্রকাশ হতেই চন্দ্রকোনা থানায় গিয়ে তালিকা যাচাই করতে দেখা যায়, থানা এলাকার বাইরের বেশকিছু বাইকের মালিকদের। চন্দ্রকোনা থানার পুলিশের এহেন তৎপরতার প্রশংসায় চন্দ্রকোনাবাসী।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: থানার বাইরে ২৪টি বাইক, দাঁড়িয়ে মালিকরা! সামনে এল রোমহর্ষক তথ্য
Next Article
advertisement
Monthly Horoscope November 2025: রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল নভেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement