West Bengal news: নজরদারি করছিল পুলিশ, তখনই ফরাক্কা এবং লালগোলায় কোটি টাকা মূল্যর হেরোইন উদ্ধার
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
West Bengal news: ফের মাদকদ্রব্য উদ্ধার মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ও লালগোলাতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকার ওপর।
লালগোলা, তন্ময় মণ্ডল: ফের মাদকদ্রব্য উদ্ধার মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ও লালগোলাতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকার ওপর।
কলকাতা এসটিএফ-এর কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে ফরাক্কা ব্যারেজ সংলগ্ন নাকা চেকিং পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৬০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করে এক যুবক ও এক মহিলাকে। ফরাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিন জানান, ধৃত যুবকের নাম মোহাম্মদ জিয়াউর রহমান (৩৭), বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুর। আর এক ধৃত মহিলার নাম সাজেদা বিবি মণ্ডল (৫০), বাড়ি নদিয়া জেলার চাকদহ থানা এলাকায়।
advertisement
advertisement
কলকাতা এসটিএফ-এর কাছ থেকে গোপন তথ্যের ভিত্তিতে ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্রের নেতৃত্বে পুলিশের একটি টিম ফরাক্কা ব্যারেজ সংলগ্ন নাকা চেকিং পয়েন্ট এলাকায় অভিযান চালায়। সন্দেহভাজন গতিবিধি লক্ষ্য করে এক যুবক ও এক মহিলাকে আটক করে পুলিশ। তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৭৬০ গ্রাম হেরোইন। তারপর দুই জনকে গ্রেফতার করে পুলিশ। প্রায় ৭৬০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃত দু’জনকে সাত দিনের পুলিশি হেফাজত আবেদন জানিয়ে বহরমপুর আদালতে পাঠায় পুলিশ। পুলিশি হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারবে হেরোইনগুলো কোথা থেকে নিয়ে কোথায় যাচ্ছিল। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।
advertisement
অন্যদিকে, লালগোলা থানার অন্তর্গত সিতেশনগরের সিরপাড়া মোড়ের কাছে অভিযান চালায় এবং সন্দেহভাজন মাদক ব্যবসায়ী হাসানুর জামাল ওরফে বক্কর (২৩)-কে আটক করে। তার কাছ থেকে ২৯৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনের মাধ্যমে বিজ্ঞ আদালতে হাজির করা হবে পুলিশ জানিয়েছে। দুই জায়গায় অভিযান চালিয়ে এই মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় এক কোটি টাকার উপর বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 05, 2025 10:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: নজরদারি করছিল পুলিশ, তখনই ফরাক্কা এবং লালগোলায় কোটি টাকা মূল্যর হেরোইন উদ্ধার

