West Bengal news: সমুদ্র উত্তাল ফ্রেজারগঞ্জে! বিপদ আটকাতে বড় ব্যবস্থা নিচ্ছে প্রশাসন
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
West Bengal news: সমুদ্রের উত্তাল ঢেউ ভাঙতে ফ্রেজারগঞ্জে ফেলা হচ্ছে ট্রেটাপড। মুম্বাই এর মেরিন বিচের আদলে এই ট্রেটাপডগুলি ফেলা হচ্ছে। সঙ্গে তৈরি হচ্ছে রাস্তা।
নামখানা: সমুদ্রের উত্তাল ঢেউ ভাঙতে ফ্রেজারগঞ্জে ফেলা হচ্ছে টেট্রাপড। মুম্বাইয়ের মেরিন বিচের আদলে এই টেট্রাপডগুলি ফেলা হচ্ছে। সঙ্গে তৈরি হচ্ছে রাস্তা। বর্তমানে বকখালি একটি পর্যটন কেন্দ্র, অন্যদিকে হেনরি আইল্যান্ড থেকে বেনফিশ গুরুত্বপূর্ণ অনেক জায়গা রয়েছে এখানে। সেগুলি পর্যটকরা সহজে ঘুরতে পারবেন এবার।
advertisement
advertisement
সেচ দফতরের এই পাইলট প্রজেক্টের আগেও একাধিকবার করার প্রয়াস হলেও বাঁধ সাধে নদীর ভাঙন। সেই ভাঙন রুখতে এবার টেট্রাপড ফেলে ঢেউ রোখা হবে। এই কাজ ফ্রেজারগঞ্জ এলাকার হাতি কর্নার থেকে বকখালি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার নদীবাঁধে করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৩৫ মিটার চওড়া কংক্রিটের ঢালাই আয়লাবাঁধ তৈরি হয়ে গিয়েছে। যা বঙ্গোপসাগরের চরে প্রায় ২০ ফুট মাটির তলা থেকে কংক্রিট ঢালাইয়ের ভিত তুলে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে কংক্রিট ঢালাই ফেলে মূল রাস্তা তৈরি হয়েছে।
advertisement
আয়লা বাঁধে যে কংক্রিট ঢালাই রয়েছে সেখানে এখন সমুদ্রের বিশাল ঢেউ প্রতিনিয়ত আছড়ে পড়ছে। এই ঢেউ আটকাতে ফেলা হচ্ছে টেট্রাপড, যা নিয়ে খুশি স্থানীয়রা। এই প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে খুবই খুশি দক্ষিণ ২৪ পরগনা জেলার সহসভাপতি শ্রীমন্ত মালিও। তিনিও এই প্রকল্প নিয়ে খুবই আশাবাদী।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 28, 2025 7:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: সমুদ্র উত্তাল ফ্রেজারগঞ্জে! বিপদ আটকাতে বড় ব্যবস্থা নিচ্ছে প্রশাসন
