চা খাওয়ার সময় হঠাৎ চড়াও হয়ে এলোপাথাড়ি কোপ! প্রাণ গেল যুবকের, পরকীয়া না কি অন্য কিছু? তদন্তে পুলিশ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
West Bengal news: মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার পদ্মানাভপুর গ্রামে চা খাওয়ার সময় খুন হলেন এক ব্যক্তি। মৃতের নাম আব্দুল খালেক মণ্ডল ওরফে লালটু (৫৪)।
রাকিবুল ইসলাম, হরিহরপাড়া: মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার পদ্মানাভপুর গ্রামে চা খাওয়ার সময় খুন হলেন এক ব্যক্তি। মৃতের নাম আব্দুল খালেক মণ্ডল ওরফে লালটু (৫৪)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ১০টায় নাগাদ বাড়ির পাশেই একটি চায়ের দোকানে বসেছিলেন আব্দুল খালেক ওরফে লালটু। সেই সময় দোকানদার হঠাৎ বাড়ি থেকে একটি ধারালো হাসুয়া এনে এলোপাথাড়ি কোপাতে শুরু করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই গুরুতর জখম হন। আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড— পরকীয়া সম্পর্কে জেরে নাকি অন্য কোনো ব্যক্তিগত বিরোধ— তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত চায়ের দোকানদার ঘটনার পর থেকেই পলাতক, তার খোঁজে তল্লাশি চলছে।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 10, 2025 8:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চা খাওয়ার সময় হঠাৎ চড়াও হয়ে এলোপাথাড়ি কোপ! প্রাণ গেল যুবকের, পরকীয়া না কি অন্য কিছু? তদন্তে পুলিশ