Jyotsna Mandi: ধামসা-মাদলের তালে নাচ! সহরায় উৎসবে অন্য মেজাজে ধরা দিলেন রাজ্যের মন্ত্রী, দেখুন ভিডিও

Last Updated:

Jyotsna Mandi: প্রতি বছর রাস পূর্ণিমার দিন সহরায় উৎসব ও মেলার আয়োজন করা হয়। এই বছর ৯১ তম বর্ষে পদার্পণ করল এই উৎসব। ফলে এক আলাদা উত্তেজনা ছিল। সেই উৎসবেই ধামসা-মাদলের তালে নৃত্যে অংশ নেন রাজ্যের মন্ত্রী।

+
সহরায়

সহরায় উৎসবে মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি নৃত্য করছেন

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ সহরায় উৎসবের মেলায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক জ্যোৎস্না মাণ্ডি। তিনি আদিবাসী মহিলাদের সঙ্গে ধামসা-মাদলের তালে সহরায় নাচে অংশ নেন। মন্ত্রী বলেন, আমি নিজেই আদিবাসী। ধামসা বাজলে পা নিজে থেকেই নড়ে ওঠে। এই মেলায় যারা এসেছেন তাঁদের ধন্যবাদ জানাই। এই কমিটি বহু বছর ধরে আমাদের সংস্কৃতি বাঁচিয়ে রেখেছে। তিনি আরও বলেন, সহরায় উৎসব আদিবাসীদের হলেও এই মেলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে এটি মিলন মেলায় পরিণত হয়।
বাঁকুড়া জেলার খাতড়া ব্লকের রূপারহীড় গ্রামের স্থানীয় মাঠে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী আদিবাসী সহরায় উৎসব। খাতড়া থেকে মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র যাওয়ার রাস্তার ধারে অবস্থিত এই মাঠে প্রতি বছর রাস পূর্ণিমার দিন সহরায় উৎসব ও মেলার আয়োজন করা হয়। এই বছর ৯১ তম বর্ষে পদার্পণ করেছে এই উৎসব। ফলে এক আলাদা উত্তেজনা ছিল।
advertisement
আরও পড়ুনঃ শীত পড়তেই শুরু হয়ে গেল বিষ্ণুপুর বইমেলা! বিজ্ঞানপ্রেমীদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ, মেলা কতদিন চলবে, অনুষ্ঠানসূচি জানুন
উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছরের বাজেট প্রায় পঞ্চাশ হাজার টাকা। প্রতি বছরের মতো এবারও মাঠে একদিনের মেলা বসে। মনিহারি, খাবারদাবার সহ ছোট ছোট দোকান সাজিয়ে বসেন স্থানীয় ব্যবসায়ীরা। সেইসব দেখতে দুপুর থেকেই বহু মানুষ জড়ো হতে শুরু করেন। উৎসব কমিটির সদস্য লক্ষ্মীকান্ত সরেন জানান, আট-দশটি গ্রাম মিলে এই মেলা করি। সহরায় আমাদের অন্যতম বড় পরব। এখানে মূলত আদিবাসী নাচ-গানেরই প্রাধান্য থাকে।
advertisement
advertisement
সন্ধ্যা নামতেই ছন্দে ছন্দে আদিবাসী সহরায় সাংস্কৃতিক নৃত্য উৎসব শুরু হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং পাশের জেলা পুরুলিয়া ও ঝাড়গ্রাম এলাকা থেকে নাচের দল আসে। সহরায়, ডান্টা, লাগড়ে, ডাহার, লুহুরী সহ বিভিন্ন আদিবাসী নৃত্যের দল প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নেয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলগুলিকে পুরস্কৃত করা হয়। সারারাত ধরে ধামসা, মাদলের তালে চলে আদিবাসী নাচ-গান।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মুকুটমণিপুর বেড়াতে আসা বহু পর্যটকও এদিন রূপারহীড়ে ভিড় জমান। তাঁরা জানান, রাস্তার ধারে এত মানুষের ভিড় দেখে গাড়ি থামিয়ে মেলা দেখতে আসেন। পর্যটকেরা বলেন, গরু খুঁটার মতো অনুষ্ঠান আগে কখনও সামনে থেকে দেখিনি। দারুণ অভিজ্ঞতা। আদিবাসী মানুষের একসঙ্গে হাত ধরে নাচের দৃশ্য দেখার মতো। আমাদের ভ্রমণ যাত্রায় অবশ্যই এটা বাড়তি পাওনা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jyotsna Mandi: ধামসা-মাদলের তালে নাচ! সহরায় উৎসবে অন্য মেজাজে ধরা দিলেন রাজ্যের মন্ত্রী, দেখুন ভিডিও
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement