হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ভাটপাড়ার ইটভাটায় ওটা কী পড়ে! পাশেই মিলল পিস্তল, গুলিও! দৃশ্য দেখে আতঙ্কে এলাকা

West Bengal News: ভাটপাড়ার ইটভাটায় ওটা কী পড়ে! পাশেই মিলল পিস্তল, গুলিও! দৃশ্য দেখে আতঙ্কে এলাকা

ইটভাটায় এ কী কাণ্ড!

ইটভাটায় এ কী কাণ্ড!

West Bengal News: পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবক নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছেন। মৃত যুবকের পকেটে ছিল আরও দুটি কার্তুজ।

  • Share this:

ভাটপাড়া: ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে একটি ইটভাটার পাশে এক নির্জন এলাকায় এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। যুবকের নাম অরবিন্দ প্রসাদ, বয়স ৩৫। কাঁকিনাড়ার স্থির পাড়ার ৬৪ পল্লিতে তাঁর বাড়ি। দেহের পাশে একটি পিস্তল পড়েছিল। মেটিয়াব্রুজে ওই যুবকের একটি কাপড়ের গদি রয়েছে। মাস তিনেক ধরে তার ব্যবসার অবস্থা খুব একটা ভাল চলছিল না, এমনটাই জানাচ্ছে প্রতিবেশীরা।

পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবক নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছেন। মৃত যুবকের পকেটে ছিল আরও দুটি কার্তুজ। সে কোথা থেকে পিস্তল পেল, কেনই বা এই নির্জন এলাকায় আত্মঘাতী হলেন, নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ। ওই যুবকের দেহ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: বিরাট খবর, দিঘায় এবার পর্যটকদের জন্য নতুন আকর্ষণ! না দেখলে কিন্তু বড় মিস করবেন

এদিকে, জমি বিবাদের জেরে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমা আদালতের এক মহিলা আইনজীবী ও তাঁর মাকে বেধড়ক মারধর, শ্বাসরোধ করে খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই আইনজীবী কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি।

আরও পড়ুন: বইমেলায় পাঁচ দিনেই লক্ষ্য পূরণ করল এসএফআই, স্টলে দুরন্ত চমক দিল বাম ছাত্ররা

শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ফটিকপুরে। এই ঘটনায় পুলিশ মা ও ছেলেকে গ্রেফতার করেছে। অভিযুক্ত আরও দু’‌জন পলাতক। ধৃতদের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা, শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন কাকদ্বীপ আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মনোজ পণ্ডা।

Published by:Suman Biswas
First published:

Tags: North 24 Parganas news, West Bengal news