Job: 'ওয়াক ইন ইন্টারভিউ'-এর মাধ্যমে সরাসরি নিয়োগ, অবসরপ্রাপ্ত কর্মীদের চাকরির সুযোগ
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Job Vacancy: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের মোটা অংকের বেতনে নিয়োগ করা হবে নিজেদের ব্লকে। সরাসরি কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মধ্য দিয়ে নিয়োগ করা হবে কর্মীদের।
পশ্চিম মেদিনীপুর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য এবার চাকরির সুযোগ। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ওয়াক ইন ইন্টারভিউ এর মধ্য দিয়ে নিয়োগ করা হবে বেশ কয়েকটি ব্লকে অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট বিভাগে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের মোটা অংকের মাইনে বেতনে নিয়োগ করা হবে নিজেদের ব্লকে। তাই সরাসরি কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মধ্য দিয়ে নিয়োগ করা হবে কর্মীদের। পশ্চিম মেদিনীপুর জেলায় এবার কাজের সুযোগ। জেলাশাসকের দফতরের তরফে এই নিয়োগ। সম্প্রতি এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউট্যান্ট পদে নিয়োগ করা হবে কর্মী। মোট শূন্যপদ রয়েছে সাতটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে ১১ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই। কেশপুর, খড়গপুর ২ ব্লক, পিংলা, কেশিয়াড়ি, নারায়ণগড়, ঘাটাল ব্লক এবং চন্দ্রকোনা পৌরসভায় অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যাট নিয়োগ করা হবে, যাঁদের অ্যাকাউন্ট্যাট হিসাবে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা রয়েছে তারাই আবেদন জানাতে পারবেন। ৩১ জানুয়ারি ’২৫ অনুযায়ী প্রার্থীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা অনুযায়ী ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে এই পদে কর্মী নিয়োগ করা হবে।
advertisement
আরও পড়ুনঃ সকালে ঘুম ভাঙার পরে ‘এই’ ৫ লক্ষণ দেখলে সাবধান…! আপনার কিডনি নষ্ট হওয়া শুরু হয়েছে, আজই চিকিৎসকের কাছে যান
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে জেলা কালেক্টরেটর মিড ডে মিল অফিসে উপস্থিত হতে হবে। নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ১১০০০ টাকা সাম্মানিক বেতন দেওয়া হবে।
advertisement
advertisement
কী কী নথি লাগবে তা জানতে প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। মূল বিজ্ঞপ্তিটি দেখতে গেলে প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের ওয়েবসাইটে গিয়ে ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2025 6:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Job: 'ওয়াক ইন ইন্টারভিউ'-এর মাধ্যমে সরাসরি নিয়োগ, অবসরপ্রাপ্ত কর্মীদের চাকরির সুযোগ