CBI investigation: আপত্তি অগ্রাহ্য করে কেন সিবিআই তদন্ত? রাজ্যের মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট, খারিজ কেন্দ্রের যুক্তি
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Supreme Court- Govt of West Bengal: রাজ্যের আপত্তি সত্তেও বিভিন্ন মামলায় সিবিআই তদন্ত, এতে খর্ব হচ্ছে রাজ্যের সাংবিধানিক অধিকার। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য।
নয়াদিল্লি: রাজ্যের আপত্তি সত্তেও বিভিন্ন মামলায় সিবিআই তদন্ত, এতে খর্ব হচ্ছে রাজ্যের সাংবিধানিক অধিকার। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। কেন্দ্রের যুক্তি খারিজ করে মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট, ১৩ অগস্ট মামলার শুনানি হবে।
আরও পড়ুন: রানাঘাট দক্ষিণে ভোটের আগের রাতে চলল গুলি, নজরে মানিকতলা! রাজ্যে চার কেন্দ্রে চলছে উপনির্বাচন
কেন্দ্রীয় সরকারের যুক্তি ছিল, রাজ্যের এই মামলা নিয়ে শুনানিরই প্রয়োজন নেই। কিন্তু, আজ শীর্ষ আদালতের বিচারপতি গাভাই এবং বিচারপতি সঞ্জিব মোহতা জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফে করা মামলা নিয়ে যে যুক্তি দেওয়া হয়েছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। তাই এই মামলা গ্রহণ করা হবে।
advertisement
advertisement
ডিএসপিই আইনের ৬ নম্বর ধারায় বলা রয়েছে সিবিআই কোনও রাজ্যের আওতায় গিয়ে তদন্ত করতে চাইলে, সংশ্লিষ্ট রাজ্যের অনুমতি নিতে হবে। রাজ্যের তরফে সেই অনুমতি প্রত্যাহার করার পরও তদন্ত চালাচ্ছে সিবিআই। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বক্তব্য ছিল, এর ফলে রাজ্যের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এই নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। রাজ্যের তরফে সওয়াল করেন কপিল সিব্বল। কেন্দ্রের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মোহতা। বুধবার এই নিয়ে সুপ্রিম কোর্টে উপস্থিত ছিল দু’পক্ষই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 10, 2024 11:38 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CBI investigation: আপত্তি অগ্রাহ্য করে কেন সিবিআই তদন্ত? রাজ্যের মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট, খারিজ কেন্দ্রের যুক্তি









