CBI investigation: আপত্তি অগ্রাহ্য করে কেন সিবিআই তদন্ত? রাজ্যের মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট, খারিজ কেন্দ্রের যুক্তি

Last Updated:

Supreme Court- Govt of West Bengal: রাজ্যের আপত্তি সত্তেও বিভিন্ন মামলায় সিবিআই তদন্ত, এতে খর্ব হচ্ছে রাজ্যের সাংবিধানিক অধিকার। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য।

সুুপ্রিম কোর্টে রাজ্য।
সুুপ্রিম কোর্টে রাজ্য।
নয়াদিল্লি: রাজ্যের আপত্তি সত্তেও বিভিন্ন মামলায় সিবিআই তদন্ত, এতে খর্ব হচ্ছে রাজ্যের সাংবিধানিক অধিকার। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। কেন্দ্রের যুক্তি খারিজ করে মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট, ১৩ অগস্ট মামলার শুনানি হবে।
আরও পড়ুন: রানাঘাট দক্ষিণে ভোটের আগের রাতে চলল গুলি, নজরে মানিকতলা! রাজ্যে চার কেন্দ্রে চলছে উপনির্বাচন
কেন্দ্রীয় সরকারের যুক্তি ছিল, রাজ্যের এই মামলা নিয়ে শুনানিরই প্রয়োজন নেই। কিন্তু, আজ শীর্ষ আদালতের বিচারপতি গাভাই এবং বিচারপতি সঞ্জিব মোহতা জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফে করা মামলা নিয়ে যে যুক্তি দেওয়া হয়েছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। তাই এই মামলা গ্রহণ করা হবে।
advertisement
advertisement
ডিএসপিই আইনের ৬ নম্বর ধারায় বলা রয়েছে সিবিআই কোনও রাজ্যের আওতায় গিয়ে তদন্ত করতে চাইলে, সংশ্লিষ্ট রাজ্যের অনুমতি নিতে হবে। রাজ্যের তরফে সেই অনুমতি প্রত্যাহার করার পরও তদন্ত চালাচ্ছে সিবিআই। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বক্তব্য ছিল, এর ফলে রাজ্যের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এই নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। রাজ্যের তরফে সওয়াল করেন কপিল সিব্বল। কেন্দ্রের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মোহতা। বুধবার এই নিয়ে সুপ্রিম কোর্টে উপস্থিত ছিল দু’পক্ষই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CBI investigation: আপত্তি অগ্রাহ্য করে কেন সিবিআই তদন্ত? রাজ্যের মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট, খারিজ কেন্দ্রের যুক্তি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement