Bengal Election Phase 3 : বাংলার তৃতীয় দফার ভোটযুদ্ধ : কোন কোন কেন্দ্র? কত আসন? রইল বিস্তারিত তালিকা

Last Updated:

৬ এপ্রিল রাজ্য বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোটগ্রহণ চলবে মূলত তিন জেলায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগণা।

#কলকাতা : দ্বিতীয় দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোটপর্বের পর এবার তৃতীয় দফার জন্য প্ৰস্তুত বাংলা। মঙ্গলবার, ৬ এপ্রিল রাজ্য বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোটগ্রহণ চলবে মূলত তিন জেলায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগণা। তিনটি জেলার মোট ৩১টি আসনে হবে প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই। একনজরে দেখে নিন বিধানসভা কেন্দ্রগুলির জেলাভিত্তিক তালিকা।
দক্ষিণ ২৪ পরগণা : এই জেলার মোট ১৬টি আসনে ভোট হতে চলেছে তৃতীয়দফায়। রয়েছ। ১) বাসন্তী, ২) কুলতলি, ৩)কুলপি, ৪) রায়দীঘি, ৫)মন্দিরবাজার, ৬) জয়নগর, ৭) বারুইপুর পূর্ব, ৮)বারুইপুর পশ্চিম, ৯)ক্যানিং পশ্চিম, ১০)ক্যানিং পূর্ব, ১১)মগরাহাট পূর্ব, ১২)মগরাহাট পশ্চিম, ১৩)ডায়মন্ডহারবার, ১৪) ফলতা, ১৫)সাতগাছিয়া, ১৬)বিষ্ণুপুর।
হাওড়া : এই জেলার মোট সাতটি আসনে হবে তৃতীয় দফায় ভোটগ্রহণ। এই আসনগুলি হল, ১)শ্যামপুর, ২)বাগনান, ৩)আমতা, ৪) উদয়নারায়ণপুর, ৫)জগৎবল্লভপুর, ৬) উলুবেড়িয়া উত্তর এবং ৮)উলুবেড়িয়া দক্ষিণ।
advertisement
advertisement
হুগলি : এই জেলার মোট ৮টি আসনে ভোটগ্রহণ হবে। এর মধ্যে রয়েছে ১) জাঙ্গিপাড়া, ২)হরিপাল, ৩)ধনেখালি, ৪)তারকেশ্বর, ৫)পুরশুড়া, ৬)আরামবাগ, ৭)গোঘাট, ৮)খানাকুল
সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতিটি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে থাকবে লাঠিধারী রাজ্য পুলিশও। বাংলায় এবার ৩১ শতাংশ ভোটকেন্দ্র বৃদ্ধি হয়েছে। এ বছর পশ্চিমবঙ্গে ১ লক্ষ ১ হাজার ৯১৬টি ভোটকেন্দ্র থাকবে। এই নির্বাচনেই ভাগ্য নির্ধারণ হবে সুজাতা মণ্ডল, স্বপন দাশগুপ্ত, কান্তি গঙ্গোপাধ্যায়ের মতো হেভিওয়েটদের। তালিকায় রয়েছেন তনুশ্রী চক্রবর্তীর মত তারকা প্রার্থীও। ২রা মে ফলপ্রকাশ।
advertisement
প্রসঙ্গত, রাজ্যে চতুর্থ দফার ভোটগ্রহণ হবে ১০ এপ্রিল, পঞ্চম দফার ভোট ১৭ এপ্রিল, ষষ্ঠ দফার ভোটগ্রহণ ২২ এপ্রিল, সপ্তম দফার ভোট ২৬ এপ্রিল ও অষ্টম দফার ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। পঞ্চম দফায় মোট ৪৫টি আসনে হবে ভোটগ্রহণ। উত্তর ২৪ পরগনা পার্ট ১, নদিয়া পার্ট ১, পূর্ব বর্ধমান পার্ট ১, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি হবে নির্বাচন। ষষ্ঠ দফায় ৪৩টি আসনে হবে নির্বাচন  নদিয়া পার্ট ২, পূর্ব বর্ধমান পার্ট ২, উত্তর দিনাজপুর হবে ভোট। সপ্তম দফায় মোট ৩৬টি আসনে ভোটগ্রহণ। মালদহ ১, মুর্শিদাবাদ ১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুরে হবে ভোট। শেষ অর্থাৎ অষ্টম দফায় ভোট হবে ৩৫টি আসনে। মালদহ ২, মুর্শিদাবাদ ২, কলকাতা উত্তর, বীরভূমে হবে নির্বাচন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Election Phase 3 : বাংলার তৃতীয় দফার ভোটযুদ্ধ : কোন কোন কেন্দ্র? কত আসন? রইল বিস্তারিত তালিকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement