EC On Repolling : করোনার বাড়বাড়ন্ত! ফের পিছিয়ে গেল সামশেরগঞ্জ-জঙ্গিপুরের পুনর্নির্বাচন, কবে ভোট?

Last Updated:

সপ্তম দফার ভোট অর্থাৎ ২৬ এপ্রিল মুর্শিদাবাদ জেলার ১১টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই করোনা সংক্রমণে মৃত্যু হয় দুই প্রার্থীর।

ফের বদলে গেল দিন? 
প্রতীকী ছবি
ফের বদলে গেল দিন? প্রতীকী ছবি
এর আগে গত ২২ এপ্রিল কমিশনের তরফে জানানো হয়েছিল মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে ১৬ মে নির্বাচন হবে এবং আগামী ১৯ মে গণনা হবে। প্রসঙ্গত, দুই কেন্দ্রেরই সংযুক্ত মোর্চার প্রার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কারণে ভোট ও গণনার সংশোধিত তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু আজ ফের কমিশনের তরফে জানান হয়েছে আগামী ১৬ মে ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে না। ভোটগ্রহণ পিছিয়ে দেওয়া হল অনির্দিষ্টকালের জন্য।
advertisement
প্রসঙ্গত, সপ্তম দফার ভোট অর্থাৎ ২৬ এপ্রিল মুর্শিদাবাদ জেলার ১১টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাস করোনায় আক্রান্ত হয়ে মারা যান। একদিন পরে ফের করোনা সংক্রমণে মৃত্যু হয় জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। এর পরেই এরপর ১৩ মে ভোটের নতুন দিন ঘোষণা করেছিল কমিশন। কিন্তু ওইদিন ঈদ উৎসব হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কয়েকটি ধর্মীয় সংগঠনের তরফে কমিশনের কাছে ভোটের দিন বদলের আবেদন জানানো হয়েছিল।
advertisement
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
EC On Repolling : করোনার বাড়বাড়ন্ত! ফের পিছিয়ে গেল সামশেরগঞ্জ-জঙ্গিপুরের পুনর্নির্বাচন, কবে ভোট?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement